টানা ৯ দিনের ঈদের ছুটি আজ থেকে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৮ মার্চ, ২০২৫ at ৫:৪৪ পূর্বাহ্ণ

ঈদের ম্যারাথন ছুটি শুরু হচ্ছে আজ থেকে। টানা ৯দিনের ছুটিতে যাচ্ছে দেশ। সাম্প্রতিক সময়ে এতো দীর্ঘ ছুটি আর জুটেনি বলে উল্লেখ করে সূত্র বলেছে যে, টানা এই ছুটির সুযোগে অনেকেই ঈদ করতে নাড়ির টানে গ্রামে ফিরলেও কেউ কেউ বাইরে বেড়াতে যাওয়ার ব্যবস্থা করেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ অথবা ১ এপ্রিল ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। সচরাচর ঈদের আগেরদিন থেকে ছুটি শুরু হলেও এবার সাপ্তাহিক সরকারি ছুটির কারণে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ছুটি।

সূত্র বলেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার পাঁচদিনের ছুটি ঘোষণা করেছিল সরকার। এতে ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে ৩ এপ্রিল বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। এর সাথে সাপ্তাহিক শুক্র ও শনিবারের ছুটি মিলে আগামী ৫ তারিখ পর্যন্ত ৯ দিনের ছুটির কবলে দেশ। আজ ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত এই ছুটি ভোগ করবেন চাকরিজীবীরা। ছুটির সময় দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে হাসপাতাল, জরুরি পরিষেবা, যেমন : বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এই সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবেন বলেও সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে।

টানা এই ছুটিতে নাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। তবে অনেকেই দেশের বাইরে বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করেছেন।

ট্রাভেল এজেন্সি সূত্রগুলো জানিয়েছে, বহু মানুষ ঈদের ছুটিতে থাইল্যান্ড, সিংগাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলংকা এবং মালদ্বীপে ট্যুর করতে যাচ্ছেন। অনেকের পরিবার দেশের বাইরে থাকেন, অনেকের সন্তানসন্ততি দেশের বাইরে লেখাপড়া করেন। যারা চাকরি করেন না কিংবা ছুটির কোনো সমস্যা নেই তাদের কেউ কেউ ইউরোপ আমেরিকা এবং কানাডার মতো দেশেও ঈদ করতে ছুটছেন বলেও সূত্রগুলো জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঢাকা-বেইজিং সম্পর্ক আরও গভীর
পরবর্তী নিবন্ধআজ পবিত্র জুমাতুল বিদা