টানা ৫ ম্যাচে হার চট্টগ্রামের শীর্ষে সিলেট স্ট্রাইকার্স

শেষ বলের রোমাঞ্চে খুলনাকে হারাল কুমিল্লা

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৯ জানুয়ারি, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

টানা হেরে চলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। গতকাল শনিবার সিলেট স্টেডিয়ামে তারা ৭ উইকেটে হেরেছে সিলেট স্ট্রাইকার্সের কাছে। এই নিয়ে টানা ৫ ম্যাচ হারলো চট্টগ্রাম। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। জবাব দিতে নেমে ৩ উইকেট হারিয়ে ১২ বল আগেই জয় পায় সিলেট। এই জয়ে ফরচুন বরিশালকে টপকে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে সিলেট। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি চট্টগ্রামের।

ইনিংসের একদম প্রথম বলে উসমান খানের দুর্দান্ত এক ক্যাচ নেন জাকির হাসান, উইকেট পান মাশরাফি। এরপর মেহেদী মারুফের সঙ্গে ৮৮ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন আফিফ হোসেন। এই ব্যাটার ২৭ বলে ৩৪ রান করে মোহাম্মদ আমিরের বলে এলবিডব্লিউ হলে ভাঙে জুটি। তার বিদায়ের পর আউট হয়ে যান মেহেদী মারুফও। ৪০ বলে ৫২ রান করেন তিনি। চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম ২৯ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলে থাকেন অপরাজিত। সিলেটের পক্ষে ৪ ওভারে ২৩ রান দিয়ে দুই উইকেট নেন ইমাদ ওয়াসিম।

জবাব দিতে নেমে সিলেটকে ভালো শুরু এনে দেন তৌহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত। ৬৩ রানের উদ্বোধনী জুটি গড়েন দুজন। ১৮ বলে ১৫ রান করে হৃদয় ফিরলে এই জুটি ভেঙে যায়। শান্ত পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। ৬ চার ও ২ ছক্কায় ৪৪ বলে ৬০ রান করেন এই ব্যাটার। সিলেটের জন্য বাকি পথটুকু সহজ করে দেন মুশফিকুর রহিম ও রায়ান বার্ল। ১৬ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন বার্ল। তবে শেষ অবধি অপরাজিত থেকে ৫ চার ও ১ ছক্কায় ২৬ বলে ৪১ রান করেন মুশফিক।

এদিকে কুমিল্লার বিপক্ষে ম্যাচে শেষ ওভারে খুলনার দরকার ছিল ১৭। অফস্পিনার মোসাদ্দেক হোসেনের হাতে বল তুলে দেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। খুলনার হার্ডহিটার ইয়াসির আলি রাব্বি ছিলেন উইকেটে। মোসাদ্দেকের ওভারের তৃতীয় আর চতুর্থ বলে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচে টানটান উত্তেজনা তৈরিও করেছিলেন ইয়াসির। কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ দুই বলে দরকার ছিল ৮ রান। পঞ্চম বলে ইয়াসির দুই রান নেওয়ায় শেষ বলে দরকার পড়ে ছক্কা। কিন্তু মোসাদ্দেকের ওই বল থেকে এক রানের বেশি নিতে পারেননি ইয়াসির। সিলেট স্টেডিয়ামে বিপিএলের রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে এসে ৪ রানে জিতেছে কুমিল্লা। আট ম্যাচে এটি তাদের পঞ্চম জয়। অন্যদিকে সমান ম্যাচে পঞ্চম হার খুলনার।

পূর্ববর্তী নিবন্ধএক বর্জ্যাগারেই পুরো শহরের বর্জ্য
পরবর্তী নিবন্ধচারদিন ধরে নিখোঁজ বদরখালীর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা