টানা ৩৪ বছর হজের খুতবা দেওয়া সৌদি গ্র্যান্ড মুফতির ইন্তেকাল

| বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:১৪ পূর্বাহ্ণ

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র স্কলারস কাউন্সিলের প্রধান শেখ আবদুল আজিজ আলশেখ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজেউন)। রিয়াদে গতকাল মঙ্গলবার সকালে ৮২ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। সৌদি আরবের রাজ দরবার এক বিবৃতিতে একথা জানিয়েছে।

আবদুল আজিজ আলশেখ ১৯৮২ সালে আরাফা প্রাঙ্গণের ঐতিহাসিক নামিরাহ মসজিদে ইমাম ও ধর্ম উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তিনি ২০১৪ সাল পর্যন্ত টানা ৩৪ বছর আরাফাতের ময়দানে পবিত্র হজের খুতবা পাঠ করেছিলেন।

১৯৯৯ সালে গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজের মৃত্যুর পর আলশেখকে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি নিয়োগ করা হয়েছিল। খবর বিডিনিউজের।

রাজ দরবারের এক বিবৃতিতে বলা হয়েছে, শেখ আব্দুল আজিজ আলশেখের মৃত্যুতে সৌদি আরবসহ গোটা মুসলিম বিশ্ব এক বিশিষ্ট আলেমকে হারাল, যিনি ইসলাম ও মুসলমানদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তাঁর ইন্তেকালে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের পরিবার, সৌদি জনগণ এবং মুসলিম বিশ্বের প্রতি সমবেদনাও জানিয়েছেন তারা।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলের উদ্যোগ
পরবর্তী নিবন্ধফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে : প্রধান উপদেষ্টা