টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত

পাহাড় ধসে থানচি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ২ আগস্ট, ২০২৪ at ৬:৩১ পূর্বাহ্ণ

বান্দরবানে কয়েকদিনের টানা বর্ষণে নাইক্ষ্যংছড়িতে ঘুমধুম, তুমব্‌রু সীমান্তবর্তী এলাকায় ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃষ্টিতে পাহাড় ধসে বান্দরবানের সঙ্গে থানচি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে হয়ে পড়েছে।

প্রশাসন ও স্থানীয় সূত্রগুলো জানায়, কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম, তুমরু, পশ্চিমকূল, ক্যাম্প পাড়া, ঘোনার পাড়া, কোনার পাড়া, মধ্যম পাড়ার এলাকায় ৫টি গ্রামের মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে সড়ক ও শতশত ঘরবাড়ি। এদিকে পানিবন্দী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার পাশাপাশি ত্রাণ সহায়তা দিচ্ছে প্রশাসন। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এদিকে তুমব্‌রু এলাকায় পাহাড়ী ঢলের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী। লামা উপজেলায় বাজার পাড়া,, নয়া পাড়া, সাবেক বিল ছড়ি, আলীকদম উপজেলায় কাকরা ঝিড়ি, চৈক্ষ্যং এলাকা,রাফারি বাজার এলাকাগুলোতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অপরদিকে বৃষ্টিতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি, সদর, লামা ও রুমাথানচি সড়কের বিভিন্নস্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসে জেলার সঙ্গে থানচি উপজেলার সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বান্দরবানথানচি সড়কের ৪৮ কিলোমিটার এলাকায় ভারী বর্ষণের পাহাড় ধসে বিচ্ছিন্ন হওয়া সড়কের মাটি সরানোর কাজ করছেন সেনাবাহিনী ও দমকল বাহিনীর সদস্যরা। পাহাড়ি ঢলের পানি বেড়ে যাওয়াই লামাআলীকদম সড়ক ও থানচি বাগান পাড়াতে ব্রিজ ডুবে যোগাযোগের পথ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আবাহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০৪ মিলিমিটার।

পূর্ববর্তী নিবন্ধডিবি হেফাজত থেকে পরিবারের কাছে ৬ ‘সমন্বয়ক’
পরবর্তী নিবন্ধবহদ্দারহাটে তিনজন নিহতের মামলায় দুইজন রিমান্ডে