চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী ব্রাদার্স ইউনিয়ন। গতকাল বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ব্রাদার্স ইউনিয়ন ৬৮ রানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতিকে পরাজিত করে। নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স মইনুল হাসানের সেঞ্চুরির কৃতিত্বে হারিয়েছিল শক্তিশালী সিটি কর্পোরেশন একাদশকে। গতকালও সেঞ্চুরি পায় ব্রাদার্সের আরেক ব্যাটার প্রান্তিক নওরোজ নাবিল। টসে জিতে গতকাল প্রথমে ব্যাট করতে নামে ব্রাদার্স ইউনিয়ন। ৪৯.৪ ওভার খেলে তারা ২৪০ রান সংগ্রহ করে সবাই আউট হয়ে যায়। এদিন ওপেনার মইনুল হাসান ৬৮ বল খেলে ৩৯ রান করে আউট হয়ে যান। তার আগে অপর ওপেনার আবদুল্লাহ হানিফ ১২ রান করে ফিরে যান।
তৃতীয় ব্যাটার হিসেবে খেলতে নেমে প্রান্তিক নওরোজ নাবিল একদিক ধরে থাকলে তার সঙ্গীরা ছিলেন আসা যাওয়ার মধ্যে। তবে দ্বিতীয় জুটিতে নাবিল–মইনুল ৭০ রান যোগ করে দেন। এরপর নাবিল ছোট ছোট জুটি গড়ে এগিয়ে যান। ১৩০ বল খেলে ১১৭ রান করে আউট হয়ে যান প্রান্তিক নওরোজ নাবিল। ১১টি চার এবং ১টি ছক্কার মার ছিল তার ইনিংসে। অন্যদের মধ্যে মার্শাল আইয়ুব ১৭,মেহেরাব হাসান ১০ রান করে আউট হয়ে যান। সাবেক টেস্ট অধিনায়ক মোমিনুল হক ১৫ বলে ২২ রান করে রান আউটের শিকার হন। অতিরিক্ত থেকে আসে ১৩ রান। বন্দরের মইন খান,সাজেদুল আলম রিফাত এবং মইনুল ইসলাম প্রত্যেকে ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট পান আহমেদ শরীফ,ইনজামামুল হক এবং রতন দাশ।
২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি ১৭২ রান করে সবাই আউট হয়ে যায়। তারা ৪৪.৪ ওভার খেলতে পারে। আরমান হোসেনের বোলিং তোপে দলীয় ১১ রানেই দুই ব্যাটারকে হারিয়ে ফেলে বন্দর। ওপেনার নাজিম উদ্দিন সাব্বির মইনুদ্দিন রুবেলের সাথে জুটি বেঁধে দলীয় রান সংখ্যা ৪৯ এ নিয়ে যান। সাব্বির ৩২ রান করে আউট হয়ে যান আরমানের বলে। বন্দরের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন রতন দাশ। ৪৯ বল খেলে ৪৮ রান করেন তিনি। এছাড়া মইনুদ্দিন রুবেল ২৬ এবং তারেক কামাল ২৪ রান করেন। শেষ দিকে ইনজামামুল হক ১১ এবং সাজেদুল আলম ১০ রান করলে ১৭২ রানে থামে বন্দরের ইনিংস। অতিরিক্ত থেকে আসে ১০ রান। পেসার আরমান হোসেন গত ম্যাচেও ৪ উইকেট লাভ করে। এ ম্যাচেও ৫ উইকেট দখল করেন ৪৬ রান খরচ করে। সরাসরি প্রিমিয়ার লিগ ক্রিকেটে এবারই প্রথম খেলছেন আরমান হোসেন। দুই ম্যাচ মিলে ৯টি উইকেট দখল করেছেন এ পেসার। ব্রাদার্স ইউনিয়নের অপর বোলার সাবেক টেস্ট অধিনায়ক মোমিনুল হক ২টি উইকেট লাভ করেন। ১টি করে উইকেট পান জায়েদ উল্লাহ এবং ইকবাল হোসেন।
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজকের খেলায় অংশ নেবে ইস্পাহানী স্পোর্টিং ক্লাব এবং শহীদ শাহজাহান সংঘ।