টানা দ্বিতীয় জয় পেল আবাহনী

| সোমবার , ২১ এপ্রিল, ২০২৫ at ১০:০৭ পূর্বাহ্ণ

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগ পর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আবাহনী লিঃ। গতকাল রোববারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী লিঃ ৫০ রানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে। আবাহনীর বিপক্ষে গুলশান ক্রিকেট ক্লাবের একাই লড়াই করেছেন তরুণ নিহাদউজ্জামান। ৮ নম্বরে নেমে সেঞ্চুরি করতে না পারলেও ১১২.৩৩ স্ট্রাইকরেটে ৭৩ বলে ৮২ রানের হার না মানা ইনিংস উপহার দিয়েছেন নিহাদউজ্জামান। এই জয়ে আবাহনী থেকে গেল শিরোপা জয়ের কক্ষপথেই। রাউন্ড রবিন ও সুপার লিগ মিলিয়ে ১৩ খেলায় ১১ জয়ে ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে থাকলো তারা। প্রথমে ব্যাট করতে নেমে আবাহনীর হয়ে দারুণ ব্যাটিং করেন পারভেজ হোসেন ইমন। ১৪ রানে ওপেনার শাহরিয়ার কমলকে হারালেও দলের পরের ব্যাটাররা সবাই কম বেশি রান করেছেন। ফলে তাদের স্কোর গিয়ে দাড়ায় ২৭৮ রানে। দলের পক্ষে ৭০ বলে ৮টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে পারভেজ ইমন করেন ৮৩ রান। ৭০ বলে ৪৫ রান করেন মোহাম্মদ মিথুন। এছাড়া জিসান আলম ২৬, মেহরুব হোসেন ১৬, মোসাদ্দেক হোসেন ২০, শামসুল ইসলাম অনিক ১৪, মাহফুজুর রাব্বি ২২, মৃত্যুঞ্জয় করেন ২৬ রান। গুলশান ক্রিকেট ক্লাবের পক্ষে ফরহাদ রেজা ৩৯ রানে ৩টি, রায়ান আলী খান ৪৩ রানে ৩টি এবং নিহাদউজ্জামান ৩২ রানে নেন ২টি উইকেট। জবাবে ব্যাট করতে নামা গুলশান ক্রিকেট ক্লাবের পক্ষে একাই লড়লেন নিহাদুজ্জামান। এক সময় ১৬২ রানেই ৯ উইকেট হারিয়ে বসেছিল গুলশান। সেই চাপের মুখে নিহাদউজ্জামান আর শেষ ব্যাটার রায়ান আলী একরাম মিলে দশম উইকেটে ৬৬ রান জুড়ে দিলে ২০০ টপকে যায় গুলশান। আর তাতেই ব্যবধান কমে পঞ্চাশে নেমে আসে। না হয় খেলার যা চালচিত্র ছিল, তাতে আবাহনী জিততে পারতো ১০০ রান বা তার বেশি ব্যবধানে। নিহাদউজ্জামান ৭৩ বলে ৫ ছক্কা আর অর্ধডজন বাউন্ডারি হাঁকিয়ে ওই ইনিংস খেলে অপরাজিত থাকেন ৮২ রানে। এছাড়া সাকিব শাহরিয়ার ৪২, সাহাদাত হোসেন সবুজ ৩৫, মেহেদি হাসান ২৫, ফরহাদ রেজা ১৭ রান করেন। আবাহনীর পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন রাকিবুল হাসান, মেহরুব, মোসাদ্দেক হোসেন সৈকত এবং মাহফুজুর রাব্বি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে অনুষ্ঠিত হলো বেতার বিষয়ক প্রদর্শনী
পরবর্তী নিবন্ধশোভনীয়া একাডেমির ফুটবল কমিটি গঠিত