প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা তৃতীয় জয় তুলে নিল ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। শিরোপা প্রত্যাশি দলটি গতকাল এক রকম উড়িয়ে দিয়েছে শহীদ শাহজাহান সংঘকে। ব্রাদার্স ইউনিয়ন বোলারদের দুর্দান্ত বোলিং এর পর ব্যাটারদের বিশেষ করে ইলিয়াছ সানির ঝড়ো ব্যাটিং ব্রাদার্স পাইয়ে দেয় টানা তৃতীয় জয়। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে শহীদ শাহজাহান সংঘকে। আগের দিনের মত গতকালের ম্যাচেও প্রথমে ব্যাট করা দল পড়েছে ব্যাটিং বিপর্যয়ে। যদিও দলের ব্যাটাররাই দায়িত্বহীন ব্যাটিং করে এসেছে। যে কারনে বড় স্কোর গড়তে পারেনি শাহজাহান সংঘ। টসে জিতে ব্যাটিং নেওয়া শাহজাহান সংঘের ব্যাটাররা সে সুবিধাটাকে কাজে লাগাতে পারেনি। ব্রাদার্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর পাশপাশি শাহজাহান সংঘের ব্যাটারদের ব্যর্থতাও কম ছিলনা। দলের খাতায় ১৪ রান যোগ হতেই ফিরেন ওপেনার বেলাল। ৯ রান করে ফিরেন বেলাল। একই ওভারে রান আউট হয়ে ফিরেন মিম। অযথা তিন রান নিতে গিয়ে রান আউট হন মিম। আরমানের পরের ওভারে ফিরেন আরেক ওপেনার সুমন। তিনি করেন ১৫ রান। এরপর পরপর দুই ওভারে আতিক এবং মুন্না ফিরে এলে ৩২ রানে ৫ উইকেট হারায় শাহজাহান সংঘ। এরপর দলকে লজ্জার হাত থেকে রক্ষা করেন নিশাদ এবং নাইম। এ দুজন দলকে ৮২ রানে নিয়ে গিয়ে তবেই বিচ্ছিন্ন হন। ২১ রান করে ফিরেন নিশাদ। আর নাইম ফিরেন ৩৬ রান করেন । এই জুটি ভাঙার পর ৪১.৬ ওভারে ১২৩ রান করে অল আউট হয়ে যায় শহীদ শাহজাহান সংঘ। শেষ দিকে ১২ রান করেন স্বজন। ব্রাদার্স ইউনিয়নের পক্ষে ৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন আরমান হোসেন। ইকবাল হোসেন নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন ইলিয়াছ সানি এবং লিমন।
১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তুলতে থাকেন ইলিয়াছ সানি। মইনুল হাসানকে নিয়ে মাত্র ১৫.৩ ওভারে ৮০ রান তুলে ফেলেন দুজন। ১৯ রান করে ফিরেন মইনুল। এরপর নাবিলকে নিয়ে বাকি কাজটা নির্বিঘ্নে সেরে আসেন ইলিয়াছ সানি। ২৭.২ ওভারে ৯ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ব্রাদার্সের এই দুই ব্যাটার।
৮৭ বলে ৯টি চার এবং একটি ছক্কায় ৭৫ রান করে অপরাজিত থাকেন ইলিয়াছ সানি। ২৫ রানে অপরাজিত থাকেন নাবিল। এই জয়ের ফলে টানা তিন জয় নিয়ে চ্যাম্পিয়ন আবাহনীর সাথে পয়েন্ট তালিকায় যৌথভাবে এক নম্বরে অবস্থান করছে ব্রাদার্স।