টানা তিন জয়ে ব্রাদার্সও শীর্ষে

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৯ মার্চ, ২০২৪ at ৮:৩২ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ক্রিকেট লিগে এর আগে টানা তিন জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী, বন্দর ক্রীড়া সমিতি ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এবার তাদের সাথে শামিল হয়েছে শিরোপা প্রত্যাশী অপর দল ব্রাদার্স ইউনিয়নও। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে গতকাল ছুটির দিনে তৃতীয় রাউন্ডের খেলায় ব্রাদার্স অনেকটা হেসে খেলেই ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে ঐতিহ্যবাহী শহীদ শাহজাহান সংঘকে। এ নিয়ে টানা তৃতীয় জয় পেয়ে ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম আবাহনী, বন্দর ক্রীড়া সমিতি ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাতারে উঠে এলো। লিগ টেবিলে তারা এখন যৌথভাবে শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে আরেকটি পরাজয় নিয়ে শহীদ শাহজাহান সংঘ লিগে পরাজয়ের হ্যাটট্রিক পূরণ করলো। কক্সবাজার স্টেডিয়ামে সকালে টস জিতে ব্রাদার্স অধিনায়ক কাজী কামরুল শহীদ শাহজাহান সংঘকে প্রথমে ব্যাট করতে পাঠান। ব্রাদার্স বোলারদের নিয়ন্ত্রিত বোলিং কৃতিত্বে শহীদ শাহজাহান সংঘ বেশিদূর যেতে পারেনি। ৮ উইকেট হারিয়ে ২০৬ রানে ইনিংস শেষ করে ফেলতে বাধ্য হয় শহীদ শাহজাহান সংঘ। শুরুতে টপ অর্ডারদের ব্যর্থতার মুখে শহীদ শাহজাহান সংঘের ওপেনার মহিন হাসান দৃঢ়তার হাতে ব্যাট করার চেষ্টা করেন। তিনি ১০০ বল খেলে ৫২ রান তুলে নেন। ৬টি চার মারেন তিনি। এরপর মিডল অর্ডারে ইসমাইল হোসেন অনিক ৮১ বলে ১টি ছক্কা ও ৬টি বাউন্ডারিতে অপরাজিত ৬৯ রান করেন। পরে নয় নম্বরে খেলতে নামা ব্যাটার সাইফুল ইসলাম সানি ২৯ বলে ৩ ছক্কায় ৩৩ রান তোলেন। তাদের কৃতিত্বে দলীয় রান সংখ্যা দুইশো পার হয়। এছাড়া আতিক বিন দেলওয়ার ১২ এবং শাহদাত হোসেন ১৩ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৮ রান। ব্রাদার্সের পক্ষে সফল বোলার ছিলেন এ এস এম নকিব। তিনি ৫৩ রানে ৩টি উইকেট নেন। এছাড়া শামসুদ্দিন বাপ্পা ২২, কাজি কামরুল ৪৭, আরমান ৩২ ও আলআমিন ১৫ রান দিয়ে ১টি করে উইকেট শিকার করেন। জবাবে সামসুদ্দিন বাপ্পার অনবদ্য সেঞ্চুরি এবং ওপেনার সাদেকুরের ৭৪ রানের উপর ভর করে ২৬.৪ ওভার খেলে ২ উইকেটেই লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স ইউনিয়ন। ওয়ানডাউনে খেলতে নামা অলরাউন্ডার সামসুদ্দিন বাপ্পা ৮১ বলে ৮টি ছক্কা ও ৭টি বাউন্ডারিতে ১০৬ রান করে অপরাজিত থাকেন। তাকে যোগ্য সহায়তা দেন ওপেনার সাদেকুর। তিনি ৫৪ বলে ১২টি বাউন্ডারি মেরে ৭৪ রান করে দলের সহজ জয় ত্বরান্বিত করেন। অপর ওপেনার কফিলউদ্দিনের ব্যাট থেকে আসে ১৫ বলে ১৯ রান। ৩টি চার এবং ১টি ছয় মারেন তিনি। শহীদ শাহজাহান সংঘের পক্ষে ইসমাইল হোসেন অনিক ৫৮ ও সাদমান বিন খালেদ ১২ রানে ১টি করে উইকেট নেন।

প্রিমিয়ার ক্রিকেট লিগে আজ শনিবারের খেলায় অংশ নেবে রাইজিং স্টার ক্লাব ও পাইরেটস অব চিটাগাং। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে এ খেলা সকাল ৯টায় শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধরাউজান গুজরা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধভুটানকে উড়িয়ে আত্মবিশ্বাস বাড়ালো বাংলাদেশ