টাকা ও মোবাইল ছিনতাই করে পালানোর সময় ২ ছিনতাইকারীকে গণধোলাই

জে. জাহেদ, নিজস্ব প্রতিবেদক | সোমবার , ২৬ আগস্ট, ২০২৪ at ১১:১৫ অপরাহ্ণ

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার শিকলবাহা কলেজ বাজারের চরফরিদ সোলতান ভান্ডার মাজার গেইট এলাকায় সিএনজি যাত্রী নারীর ব্যাগ ও মোবাইল ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারী গণধোলাইয়ের শিকার হয়েছেন।

২৬ আগস্ট (সোমবার) রাত ৮টায় তারা পালাতে গিয়ে চরলক্ষ্যার (২নম্বর ওয়ার্ড) আলি হোসেন মার্কেট মোড়ে ধৃত জয়নাল উদ্দিন (৩৫) ও নুর উদ্দিন (২৮) জনতার গণধোলাইয়ের শিকার হন।

পরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন।

ঘটনা সূত্রে জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে ভিকটিম নারী বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর বাদামতল থেকে সিএনজি যোগে মইজ্জ্যারটেক যাবার সময় ছিনতাইকারীর কবলে পড়েন।

সিএনজিটি কলেজ বাজার পার হয়ে ফসিল ফিলিং স্টেশন আসতেই মুখ চেপে ধরে জোর করে সোলতান ভান্ডার সড়কে প্রবেশ করেন। পরে নারীর ভ্যানিটি ব্যাগে থাকা টাকা ও মোবাইল নিয়ে সিএনজিটি সোজা চরলক্ষ্যার আলী হোসেন মার্কেটের দিকে চলে যান।

ওই নারী মাজার গেটের খালপাড় হতে কোন রকমে পাশের একটি ফার্মেসিতে গিয়ে পুরো ঘটনাটি জানান। লোকজন মোবাইল ফোনে চরলক্ষ্যায় খবরটি জানান। পরে স্থানীয় লোকজন রাস্তার মোড়ে সিএনজিটি আটক করে ছিনতাইকারীদের ধরে গণধোলাই দেন।

এ প্রসঙ্গে কর্ণফুলী থানার অপারেশন অফিসার এসআই নুরুল ইসলাম জানান, ‘গণধোলাইয়ের শিকার জয়নাল ও নুর উদ্দিনের বাড়ি চরলক্ষ্যা ইউনিয়নের। আরো দুজন ছিনতাইকারী পালিয়ে যান। ভিকটিমের ইচ্ছায় থানায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহত ছিনতাইকারীরা চমেকে ভর্তি।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ‘ছিনতাইকারীদের আহত অবস্থায় আটক করি। প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানতে পারি নারীর ব্যাগে থাকা টাকা ও মোবাইল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনতা ধাওয়া করে তাদের গণধোলাই দেয়।’

পূর্ববর্তী নিবন্ধবন্যার স্রোতে ভেসে যাওয়ার তিন দিন পর মীরসরাইয়ে প্রবাসীর লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধঢাবির উপ-উপাচার্য হলেন লোহাগাড়ার আরেক কৃতী সন্তান ড. ইসমাইল