টাকা আদায় করতে মা‌লিকের সাথে অপহরণ নাটক, সিএনজি ড্রাইভারসহ গ্রেফতার ২

| বৃহস্পতিবার , ২০ জুন, ২০২৪ at ৮:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে ড্রাইভার নিজেই অপহরণের শিকার এবং ভাড়ায় চা‌লিত তার সিএন‌জিটিও ছিনতাই কবলে পড়েছে বলে নাটক সা‌জিয়ে মা‌লিকের কাছ থেকে মু‌ক্তিপণ দাবির অ‌ভিযোগে ড্রাইভার ও তার সহযোগী গ্রেফতার করেছে ডবলমু‌রিং থানা পু‌লিশ।

বৃহস্প‌তিবার (২০ জুন) থানা সূত্রে নি‌শ্চিত করা হয়েছে, তথ্য প্রযু‌ক্তির সহায়তায় চট্টগ্রামের বি‌ভিন্ন জায়গায় অ‌ভিযান চালিয়ে তাদের‌ গ্রেফতার করা হয়। এ সময় আত্মসাৎকৃত সিএনজিটিও উদ্ধার করা হয়।

পু‌লিশ সূত্রে আ‌রও জানা যায়, গত ১৭ জুন ঈদ-উল-আযহার দিন ড্রাইভার মোঃ নজরুল তার ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশাটি চালিয়ে ফেনী চলে যান। অধিক রাত হয়ে গেলেও ড্রাইভার নজরুল অটোরিকশাটি গ্যারেজে না রাখায় অটোরিকশার মালিক ড্রাইভার নজরুলকে মোবাইল ফোনে কল দিয়ে ফোন বন্ধ পান।

পরদিন সকাল বেলায় ড্রাইভার নজরুলের মোবাইল নাম্বার থেকে অজ্ঞাত এক ব্যক্তি অটোরিকশার মালিক মরিয়মকে ফোন করে বলে “আপনার গাড়িটি ছিনতাই করা হয়েছে, বিকাশে ১ লাখ ২০ হাজার টাকা পাঠালে গাড়িটি ফেরত পাবেন, ড্রাইভারকে ফেরত পাবেন।”

পরক্ষণেই ড্রাইভার নজরুল ফোন করে অটোরিকশা মালিক মরিয়মকে কাঁদো কাঁদো কন্ঠে বলে – “গাড়িটি ছিনতাই হয়েছে, তাকে অপহরণ করে আটক করে রাখা হয়েছে, বিকাশে টাকা না দিলে গাড়ি দিবেনা, তাকেও ছাড়বে না।” গাড়ির মালিক তার অবস্থান কোথায় জানতে চাইলে ড্রাইভার নজরুল কল কেটে দেয়। ‌

বিষয়‌টি গাড়ির মালিক মরিয়ম বিষয়টি ডবলমুরিং থানা পুলিশকে অবহিত করলে ঘটনার আদ্যপান্ত জানতে কাজ শুরু করে থানা পু‌লিশ। তবে ড্রাইভার নজরুলের অবস্থান জানতে চাওয়ায় সে ফোন কল কেটে দেয়ার বিষয়টি ড্রাইভার নজরুলের ঘটনায় সংশ্লিষ্টতা আছে বলে পুলিশের সন্দেহ হয়।

তদন্তকারী টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ড্রাইভার নজরুলের অবস্থান ফেনীতে সনাক্ত করে। বিষয়টি আঁচ করতে পেরে ড্রাইভার নজরুল আরেকজন অজ্ঞাত সিএনজি ড্রাইভারের কাঁধে ভর করে ২০ জুন রাতে ডবলমুরিং থানায় এসে হাজির হয়।

পরে ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয়। কিন্তু ড্রাইভার প্রকৃত ঘটনাকে পাশ কাটাতে নেশাজাতীয় কোন কিছুর প্রভাবে সে কথা বলতে পারছে না, এমন ভান ধরে, চোখ বন্ধ করে, কথা বলতে কষ্ট হয় ভান করে। তাকে ১০ টি প্রশ্ন করলে চোখ বন্ধ করে অবচেতনায় আছে ভান করে ২/১ টি প্রশ্নের অসংলগ্ন উত্তর দেয়।

এতে ড্রাইভার নজরুলের প্রতি সন্দেহ আরো বাড়ে পুলিশের। পরে তথ্য প্রযুক্তি এবং তার বর্ণনার গরমিলে পুলিশ নিশ্চিত হয় ঘটনায় ড্রাইভার নজরুল স্বয়ং জড়িত। পরে ব্যাপক জিজ্ঞেসাবাদের এক পর্যায়ে স্বীকার করে সে তার ভায়রার ছেলে আজাদের সাথে পরস্পর যোগসাজশে এ ঘটনা ঘ‌টিয়েছে।

পরে তার দেওয়া তথ্যের ভি‌ত্তিতে ড্রাইভার নজরুলকে নিয়ে ফেনীর সদর থানা এলাকা থেকে অপহরণের নাটক সাজানোর অপর সহযোগী আজাদকে গ্রেফতার করে পু‌লিশ।

পরবর্তীতে আসামি আজাদকে নিয়ে তার দেওয়া তথ্যের ভি‌ত্তিতে ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন হ‌রিপুর এলাকা থেকে সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ডবলমু‌রিং থানার ও‌সি ফজলুল হক পাটোয়ারী জানান, এ সংক্রান্তে ডবলমু‌রিং থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপহরণ, ছিনতাইয়ের নাটক সাজিয়ে পরস্পর যোগসাজশে প্রতারণামূলকভাবে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে সিএনজি অটোরিকশা আত্মসাৎ করায় ড্রাইভার নজরুল ও আজাদকে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ে অবৈধ পানি, বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের ২ ফার্মেসিতে অভিযান, অবৈধ বিদেশি ওষুধ জব্দ