টাক শাহ মিয়া একাডেমি শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে

আলোচনা সভায় মেয়র

| শনিবার , ৯ আগস্ট, ২০২৫ at ১১:১৭ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদত হোসেন বলেছেনশিক্ষাক্ষেত্রে মাদরাসা শিক্ষার ভূমিকা সাধারণ শিক্ষা ব্যবস্থার চেয়ে মোটেও পিছিয়ে নেই। নৈতিকতাসমৃদ্ধ একটি আদর্শিক জাতি গঠনে মাদরাসা শিক্ষা নিরবচ্ছিন্ন কার্যক্রম আঞ্জাম দিয়ে আসছে। তাই মাদরাসা শিক্ষার আধুনিকায়ন এবং অধিকতর যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। সুতরাং মাদরাসা শিক্ষার ক্ষেত্রে কোনরূপ বৈষম্য কাম্য নয়। মাদরাসা শিক্ষার সমপ্রসারণ ও বিস্তৃতি খুবই জরুরি। তিনি নগরীর প্রাণকেন্দ্র চকবাজার হযরত টাক শাহ মিয়া (রহ.) ইসলামিক একাডেমির গৃহীত সময়োপযোগী পদক্ষেপসমূহের ভূয়সী প্রশংসা করেন। এ একাডেমির উন্নত ও আধুনিক ব্যবস্থাপনা শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

হযরত টাক শাহ মিয়া (রহ.) ইসলামিক একাডেমিতে গতকাল বিকেল ৫টায় একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। চিকিৎসক ডা. হাসান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেনরাজনীতিবিদ সোলায়মান আলম শেঠ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আল্লামা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন, দারুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা ওবায়দুল্লাহ আল রাফি, অধ্যাপক ডা. মাহবুবুল কবির, হাফেজ সালামত উল্লাহ, আল্লামা মাওলানা মুহাম্মদ মুসা, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবু ছালেহ, মাষ্টার মুহাম্মদ আনোয়ারুল আজিম, মুহাদ্দিস আল্লামা মহি উদ্দিন তাহেরী, ইলিয়াস খান ইমু, লায়ন মুহাম্মদ এমরান, মুহাম্মদ আনিসুর রহমান, এম কফিল রানা, কাজী আহসানুল আলম, এসএম আবু সাদেক সিটু, আহমদ রেজা, মুহাম্মদ শহীদুল ইসলাম, মুহাম্মদ আবু তাহের, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় অস্ত্র ও মদসহ যুবক আটক
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে ব্যাটল অব চ্যাম্পিয়নস প্রতিযোগিতা উদ্বোধন