নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শেষ হওয়ার কথা ছিল আজ ১৩ জানুয়ারী। কিন্তু দুদিন আগে শেষ হয়ে গেছে ম্যাচটি। তবে বাংলাদেশ দল দেশে ফিরবে পূর্ব নির্ধারিত সময় মানে ১৫ জানুয়ারি বিকেলে। ১৪ জানুয়ারি নিউজিল্যান্ড থেকে এমিরাটসের ফ্লাইটে দুবাইয়ের পথে শুরু হবে টাইগারদের যাত্রা। দুবাই হয়ে রাজধানী ঢাকায় পা রাখবে মোমিনুল হকের দল। তবে টাইগারদের পুরো দল ঢাকা আসার দুদিন আগে নিউজিল্যান্ড ত্যাগ করেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন আর সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। বিসিবি জানিয়েছে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন আর উইকেট রক্ষক মুশফিকুর রহিম গতকাল ১২ জানুয়ারি ঢাকার উদ্দেশ্যে নিউজিল্যান্ড থেকে যাত্রা করেছেন।
গতকাল বুধবার নিউজিল্যান্ড সময় সকালে (বাংলাদেশের তখন গভীর রাত) ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন তারা। সুজন আর মুশফিক আজ গতকাল বুধবার রাত ৯টায় ঢাকায় পৌছে। আর বাকি দল আসবে ১৫ জানুয়ারী। নিউজিল্যান্ডের এবারের সফরটি বেশ স্মরনীয় হয়ে থাকবে বাংলাদেশের জন্য। কারন এই সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মত টেস্ট ম্যাচ জিতেছে বাংলাদেশ। যদিও দ্বিতীয় টেস্টে হতাশার পরাজয় বরন করতে হয়েছে।