টাইগারপাসে মাহেন্দ্রা গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ মার্চ, ২০২২ at ৯:০৯ পূর্বাহ্ণ

দ্রুত গতির মাহেন্দ্রা গাড়ির ধাক্কায় নগরে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম কাঞ্চন মালা (৬০)। গতকাল মঙ্গলবার সকাল পৌন ১১ টার দিকে খুলশী থানার টাইগারপাস ৪ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত কাঞ্চন মালা টাইগার কুয়ারপাড় এলাকার বাসিন্দা।
জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় কাঞ্চন মালাকে ধাক্কা দেয় মাহেন্দ্রা গাড়ি। এতে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে পথচারীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে মারা যান তিনি। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, কাঞ্চন মালাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআ. লীগ নেতা আবদুল মন্নানের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধআঞ্জুমান মুফিদুল ইসলামের দোয়া মাহফিল