প্রথম ম্যাচে খুব কাছে এসেই হোঁচট খেতে হয়েছে টাইগারদের। তাই শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। আজ সিলেট স্টেডিয়ামে শ্রীলংকার বিরুদ্ধে দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
অভিষিক্ত জাকের আলি অনিক এবং অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের বীরত্বপূর্ণ ইনিংস সত্ত্বেও প্রথম টি–টোয়েন্টিতে মাত্র ৩ রানে হার মানতে হয় বাংলাদেশকে। হারের পরও সে ম্যাচে টাইগারদের পারফরমেন্স সিরিজে সমতা আনতে বাংলাদেশকে অনুপ্রাণিত করবে বলে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, আমরা বোলিংয়ে ভালো শুরু করেছি। কিন্তু পরবর্তীতে আমাদের পরিকল্পনা কাজে লাগাতে পারিনি। মাহমুদউল্লাহ–জাকেরের ইনিংস দুটি দুর্দান্ত ছিল। আশা করি তারা দ্বিতীয় ম্যাচেও এ ধারা অব্যাহত রাখবে।
প্রথম ম্যাচের হার থেকেও ইতিবাচক দিকগুলো নেওয়ার সুযোগ থাকছে দুর্দান্ত ব্যাটিংয়ে ঘরের মাঠের সমর্থকদের মাতিয়ে রাখা সিলেটের ছেলে জাকেরের। তিনি বলেন, হার সব সময়ই হৃদয় বিদারক। বিপিএল ফাইনালে হারের পর রাতে আমি ঘুমাতে পারিনি। প্রথম ম্যাচ জিততে পারলে খুব ভালো লাগতো। পরের ম্যাচের জন্য ইতোমধ্যেই পরিকল্পনা করেছি। আজকের ম্যাচ থেকে আমরা অনেক ইতিবাচক বিষয় নিতে পারবো।
টপ অর্ডারের ফর্ম উদ্বেগজনক হলেও গুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচের একাদশে পরিবর্তন আনতে চাইবে না বাংলাদেশ। এদিকে প্রথম ম্যাচের পারফরমেন্সের পর একাদশে পরিবর্তন আনতে চায় না শ্রীলংকাও। কিন্তু প্রথম ম্যাচে ডেথ ওভারে বোলিং করার সময় পেসার মাথিশা পাথিরানা ইনজুরি নিয়ে উদ্বেগ আছে লংকান শিবিরে। শ্রীলংকার বিপক্ষে এখন পর্যন্ত ১৪ বারের মোকাবেলায় ১০টিতে হেরেছে বাংলাদেশ, জিতেছে ৪টিতে।