শুক্রবার আইপিএল ফাইনাল খেলে জৈব-সুরক্ষা বলয়ের ভেতরে থেকেই সড়কপথে প্রায় সাড়ে চার ঘণ্টার ভ্রমণ শেষে শনিবার সকালে বাংলাদেশের টিম হোটেলে আসেন সাকিব। আইপিএলে লম্বা সময় বলয়ে থাকা, অনুশীলন, ম্যাচ খেলা, সব মিলিয়ে তার শ্রান্তি যথেষ্টই থাকার কথা। তাকে অনুশীলনে পাওয়া নিয়ে তাই নিশ্চিত ছিল না দল। অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, সাকিব ঠিকঠাক আছেন। ‘সাকিব আজকে সকালে এসেছে। আইপিএলে যে কমিটমেন্ট ছিল, তা পূরণ করে এসেছে। মাঠে অনুশীলনেও তাকে পাচ্ছি। সে ঠিক আছে। হয়তো কিছুটা ক্লান্ত আছে, ম্যাচ খেলেই ভ্রমণ করে এসেছে। তবে হি ইজ ওকে, হি ইজ ফাইন।’ পরে অনুশীলনে দেখা যায় সাকিব আল হাসানকে। ওমান ক্রিকেট একাডেমি মাঠে পরে রানিং, আরেক দফা স্ট্রেচিং ও ফিল্ডিং অনুশীলনেও ছিলেন এই অলরাউন্ডার।