টাইগার পাস-লালখান বাজারের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রাখুন

মেয়রকে স্মারকলিপি

| বৃহস্পতিবার , ৮ জুলাই, ২০২১ at ৫:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন নগরীর অন্যতম নান্দনিক সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ এলাকা লালখান বাজার টাইগার পাস এর প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুন্ন রেখে দেওয়ান হাট হতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মান করতে হবে কেননা হাজার বছরের ঐতিহ্য ঐতিহাসিক টাইগার পাস সড়ক চট্টগ্রামের ঐতিহ্য পাহাড়ের সৌন্দর্য কোন অবস্থাতেই আড়াল হতে দেয়া যাবেনা, এতে নগরের শ্রীহানি ঘটবে। গতকাল চট্টগ্রাম নগরবাসীর ব্যানারে একটি সংগঠন স্মারকলিপি প্রদান করতে গেলে তিনি একথা বলেন। তিনি তাদের ৭ দফা দাবির সাথেও একাত্মতা প্রকাশ করেন।
বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুরের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন আহমদ কবির, আলহাজ্ব আব্দুস সালাম সওদাগর, প্রকৌশলী বিশ্বজিত বাবু চৌধুরী, প্রকৌশলী মুহাম্মদ মাইনুদ্দীন, আহমদ নুর ফাহাদ, গৌতম কুমার রায়, সাব্বির হাসান চৌধুরী, সরওয়ার আরমান, জসিম উদ্দীন, মাওলানা ইউসুফ প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় বর্তমানে নগরীর বাস্তবায়নাধীন মেগাপ্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাস্তবায়িত হলে নান্দনিক চট্টলার শ্রীহানি ঘটবে। পর্যটন ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের নান্দনিক সৌন্দর্য বিশ্বব্যাপী সমাদৃত। বিশেষ করে নগরীর টাইগারপাস-লালখান বাজারস্থ’ পাহাড়বেষ্টিত এলাকাটি আগন্তকদের চোখ এড়ায় না। যেটি পর্যটকদের জন্য অন্যতম উপভোগ্য। টাইগারপাস-লালখানবাজার এলিভেটেড এক্সপ্রেসওয়ে হলে জৌলুস হারাবে অত্র এলাকা। কারণ ফ্লাইওভারের কারণে সড়কের উভয় পাশে বিদ্যমান পাহাড়গুলো আড়াল হয়ে যাবে। সুতরাং এটি যদি দেওয়ানহাট এলাকা থেকে শুরু করা হয়, তাহলে জনস্বার্থ সুরক্ষিত হবে এবং চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এছাড়াও বর্তমান মেয়াদোত্তীর্ণ ও জরাজীর্ণ দেওয়ানহাট সেতু ভেঙে নতুন করে ৮ লেইনের নতুন সেতু নির্মাণ করাও এখন সময়ের দাবি। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদ এলাকায় কর্মজীবীদের মাঝে রেইনকোট বিতরণ
পরবর্তী নিবন্ধআবদুর রশিদ