গাড়ির এয়ারব্যাগে ত্রুটির কারণে ৫০ হাজার মার্কিন ক্রেতাকে নিজেদের গাড়ি নিয়ে রাস্তায় না নামার অনুরোধ করেছে টয়োটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০০৩ থেকে ২০০৫ মডেলের টয়োটা গাড়িতে ব্যবহার করা তাকাতা কোম্পানির এয়ারব্যাগগুলো বিস্ফোরণ হতে পারে এবং এর ফলে উচ্চগতিতে প্রাণঘাতী ছোট ছোট ধারালো ধাতবাংশ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। মূলত ২০০৩–০৪ মডেলের করোলা এবং করোলা ম্যাট্রিক্স, ২০০৩–০৪ মডেলের রেভ–৪ গাড়িগুলোতে ঝুঁকি রয়েছে বলে জানিয়াছে প্রতিষ্ঠানটি। খবর বাংলানিউজের। তাকাতা কোম্পানির এয়ারব্যাগের ত্রুটি টয়োটা ছাড়াও অন্তত ২০টি অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রায় ১০ কোটি গাড়িকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এক দশকের বেশি সময় মামলা লড়ার পর ২০১৭ সালে তাকাতা কোম্পানি নিজেদের দেউলিয়া ঘোষণা করে। এর সব সম্পত্তি একটি চাইনিজ কোম্পানি ১ দশমিক ৬ বিলিয়ন ডলারে কিনে নেয়। টয়োটার সময়টা হয়তো ভালো যাচ্ছে না। কয়েক মাস আগেই নিজেদের উৎপাদিত ডিজেল ইঞ্জিনের টেস্টরেজাল্ট জালিয়াতির কারণে একটি শিপমেন্ট বাতিল করে তারা।