টপ এন্ড টি-টোয়েন্টিতে দ্বিতীয় হার বাংলাদেশ ‘এ’ দলের

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৯:১৬ পূর্বাহ্ণ

পাকিস্তান শাহীনসের কাছে হার দিয়ে শুরু করা বাংলাদেশ ‘এ’ দল টপ এন্ড টিটোয়েন্টির দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়ে জয়ের দেখা পেয়েছিল । কিন্তু পরের ম্যাচে এসে আবার হেরে বসল নুরুল হাসান সোহানের দল। গতকাল পার্থ স্কর্চার্স একাডেমি ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দলকে। তিন ম্যাচে নুরুল হাসান সোহানের দলের এটি দ্বিতীয় পরাজয়। ডারউইনে রোববার বাংলাদেশ ‘এ’ দল ২০ ওভারে করে ১২৩ রান। জবাবে ১৮ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে পার্থ স্কর্চার্স একাডেমি। মারারা ওভালে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ভালো করতে পারেনি শুরু থেকেই। দ্বিতীয় ওভারে ব্রাইস জ্যাকসনের বলে ফিরেনে ৬ বলে ৫ রান করা মোহাম্মাদ নাঈম শেখ। পরের ওভারে ব্রডি কাউচের বলে পয়েন্টে ক্যাচ তুলে দেন ১ রান করা সাইফ হাসান । আগের দিনের নায়ক জিসান আলম এই ম্যাচে ছন্দ পাননি একটুও। এলবিডব্লিউ হন তিনি ১৩ বলে ৯ রান করে। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ২৯ রান করে বাংলাদেশ। আগের দুই ম্যাচে ছয়ে নেমে ব্যর্থ মাহিদুল ইসলাম অঙ্কন এই ম্যাচে পাঁচে নেমেও পারেননি রানে ফিরতে। কোরি রকিচিওলির বলে ফিরেন ১১ বলে ৬ রান করে। দলকে উদ্ধার করতে পারেননি অধিনায়ক সোহানও । ফিরেছেন ১৬ বলে ১৪ রান করে। তোফায়েল আহমেদ ফিরেন ৮ বলে ১ রান করে। তৃতীয় ওভারে ক্রিজে গিয়ে শেষ পর্যন্ত খেলে আসা আফিফ হোসেন আরেকপ্রান্তে দাঁড়িয়ে একের পর এক সঙ্গীর বিদায় দেখছিলেন । তার শুরুটা ছিল বেশ আত্মবিশ্বাসী। তবে ইনিংসকে সেভাবে গতি দিতে পারেননি তিনিও। এমনকি শেষ দিকেও পারেননি বড় শট খেলতে। ৪২ রানে অপরাজিত থাকেন বটে। তবে তার জণ্য খেলেছেন ৪৯ বল । পরপর দুই বলে যখন মৃত্যুঞ্জয় চৌধুরি ও নাঈম হাসানকে ফেরান জ্যাকসন,। তখন বাংলাদেশের রান একশ ছোঁয়া নিয়ে দেখা দেয় শঙ্কা। কোনোরকমে তিন অঙ্ক ছোঁয়া দলের সেরা ওভারটি আসে একদম শেষে। জ্যাকসনকে টানা দুই বলে মিড উইকেট ও পয়েন্ট দিয়ে ছক্কা মারেন রকিবুল হাসান। ১০ বলে ১৬ রান করে তিনি রান আউট হন। শেষ পর্যন্ত ১২৩ রানে থামে বাংলাদেশ ‘এ’ দল। জবাবে ব্যাট করতে নামা পার্থ স্কর্চার্স একাডেমি প্রথম ওভারেই তুলে নেয় ১১ রান । দ্বিতীয় ওভারে অবশ্য ব্যাঙটার হল্টকে বোল্ড করে ফেরান হাসান মাহমুদ। দ্বিতীয় উইকেটে জেডেন গুডউইন ও টিগ ওয়াইলি দলকে এগিয়ে নেন একটু। রকিবুলের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলার চেষ্টায় গুডউইন ফেরেন ১৭ রানে। এরপর অধিনায়ক স্যাম ফ্যানিং ও নিক হবসন ভালো করতে পারেননি। ওয়াইলির লড়াই শেষ হয় ৩১ রানে নাঈম হাসানের বল স্টাম্পে টেনে এনে। ৮১ রানে ৫ উইকেট তুলে নিয়ে সম্ভাবনা কিছুটা জাগিয়েছিল বাংলাদেশ। তবে পরের জুটিতেই স্কর্চার্স একাডেমিকে জিতিয়ে দেন জোয়েল কার্টিস ও ম্যাথু স্পুর্স। এখনও পর্যন্ত স্বীকৃত টিটোয়েন্টি না খেলা কার্টিস অপরাজিত থাকেন ৩৪ বলে ৪৪ রান করে। আর স্পুর্স ১৬ বলে অপরাজিত থাকেন ২৪ রান করে । বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন রাকিবুল হাসান এবং নাঈম হাসান। বাংলাদেশ ‘এ’ দলের পরের ম্যাচ আগামীকাল মঙ্গলবার নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আমিরিয়া পাড়া জুনিয়র কিং ক্লাবের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধইস্পাহানী ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন