আইরশদের বিপক্ষে প্রথম ম্যাচে সহজেই জিতেছে বাংলাদেশের মেয়েরা। রেকর্ড স্কোর গড়ে বড় জয়ের পরও ব্যাটিংয়ে শক্তি বাড়ানোর তাগিদ অনুভব করছে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি অংশের জন্য তাই দলে ফেরানো হয়েছে উইকেটরক্ষক–ব্যাটার দিলারা আক্তারকে। জয় দিয়ে সিরিজ শুরুর পরদিন দিলারাকে দলে যুক্ত করার খবর জানায় বিসিবি। সিরিজে শেষ দুই ম্যাচের জন্য প্রায় দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন ২০ বছর বয়সী টপ –অর্ডার ব্যাটার। আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজের প্রথম ম্যাচে প্রথম তিন ব্যাটারই রানের দেখা পান। উদ্বোধনী জুটিতে ৫৯ রান যোগ করেন মুর্শিদা খাতুন ও ফারজানা হক। তবে এজন্য তারা খেলে ফেলেন ১১২ বল। ৩৮ রান করতে মুর্শিদা খেলেন ৬১ বল আর ক্যারিয়ারের ১১তম ফিফটি করা ফারজানার ব্যাট থেকে আসে ১১০ বলে ৬১ রান। তিন নম্বরে নেমে ফেরার ম্যাচ রাঙিয়ে ৮৯ বলে ৯৬ রানের ইনিংস খেলেন শারমিন আক্তার। বাংলাদেশ পায় ২৫২ রানের রেকর্ড সংগ্রহ। তবু টপ–অর্ডারে শক্তি আরও বাড়াতেই দিলারাকে অপেক্ষমাণ তালিকা থেকে মূল স্কোয়াডে আনা হয়েছে, বললেন নির্বাচক সাজ্জাদ আহমেদ। ‘ঘরের মাঠে সিরিজে সাধারণত বাড়তি কাউকে নিই না আমরা। তবে এবার মনে হয়েছে, টপ–অর্ডারে আমাদের আরেকজন ব্যাটার প্রয়োজন পড়তে পারে। এছাড়া (নিগার সুলতানা) জ্যোতির সঙ্গে একজন উইকেটরক্ষকও পাওয়া গেল। তাই দিলারাকে নেওয়া।’ ২০২২ সালের ডিসেম্বরে নিউ জিল্যান্ড সফরে অভিষেক হয় দিলারারা। প্রথম ম্যাচে ১৮ বলে ৮ রান করেন তিনি। ব্যাটিংয়ের সুযোগ পাননি দ্বিতীয়টিতে। ওই সিরিজের পর আর এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পাননি তিনি। গত মে–জুন মাসে ঢাকা প্রিমিয়ার লিগে রান সংগ্রাহকের তালিকায় মুর্শিদা ও ফারজানার ঠিক পরেই ছিলেন দিলারা। আবাহনী লিমিটেডের হয়ে ৯ ইনিংসে ৪৭.৫৬ গড়ে তিনি করেন ৪২৮ রান। স্ট্রাইক রেট ছিল ১৩৮.০৬। আসরে ৪২টি চারের সঙ্গে তিনি ছক্কা মারেন ২৫টি। ওয়ানডেতে প্রায় দুই বছর পর ফিরলেও টি–টোয়েন্টি দলে প্রায় নিয়মিত খেলছেন দিলারা। এখন পর্যন্ত ১৮ ইনিংসে ৯৬.৭৪ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ২০৮ রান। বাংলাদেশের হয়ে অন্তত দুইশ রান করা ব্যাটারদের মধ্যে দিলারার স্ট্রাইক রেটই সবচেয়ে বেশি। মিরপুর শের–ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় ওয়ানডেতে লড়বে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। একই মাঠে সিরিজের শেষ ম্যাচ সোমবার।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ–অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার, দিলারা আক্তার।