টইটং ইক্বরা স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| রবিবার , ১৮ ডিসেম্বর, ২০২২ at ১০:৪৩ পূর্বাহ্ণ

টইটং ইক্বরা স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে গত ১৬ ডিসেম্বর এসএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩ শিক্ষার্থীসহ উত্তীর্ণ সকলের মাঝে ক্রেস্ট, বই ও ফুল উপহার দেয়া হয়। এর আগে এলাকার কৃতী সন্তান ও সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ বিএ এর মৃত্যুতে বিজয় র‌্যালি কর্মসূচি বাতিল করা হয়। অনুষ্ঠানের শুরুতে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের রেক্টর মাওলানা মোহাম্মদ উল্লাহ ফিরোজ। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ শাহরিয়ার আহমেদ খাঁন।

প্রধান অতিথি ছিলেন টেফ চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নাছির উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, এসএসসি পরীক্ষায় ছেলেমেয়েদের কৃতিত্বপূর্ণ সাফল্যে আমি গর্বিত। ফলাফল শোনার পর অশ্রুসিক্ত হয়ে পড়েছি। অথচ নিজের সন্তানের ফলাফল শোনার পরও এতটা খুশি কখনও হইনি আমি। বিশেষ অতিথির বক্তব্যে টেফ এর জেনারেল সেক্রেটারি আবু বকর সিকদার শিক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনের পাশাপাশি উন্নত চরিত্র গঠনের তাগিদ দেন।

এতে আরো বক্তব্য রাখেন টেফ এর সাবেক চেয়ারম্যান লায়ন নুরুল আবচার, মাস্টার জয়নাল আবেদীন, এইচ এম আতাউল্লাহ, মাস্টার আব্দুল মজিদ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এনামুল হক, আশহাদুল ইসলাম ফাহিম প্রমুখ। এসময় টেফ এর ডিরেক্টর ডা. ফরিদুল আলম, আখতার কামাল, আব্দুল মাবুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে রেক্টর স্কুল পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ উল্লাহর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধ নিয়ে এমন লেখা চাই, যাতে সঠিক ইতিহাসের ক্ষেত্রে নতুন প্রজন্ম বিভ্রান্ত না হয়