চট্টগ্রামে আগামী বুধবার অনুষ্ঠেয় তারুণ্যের সমাবেশ ‘সফল’ করতে গতকাল নগরের বিভিন্ন স্থানে যৌথ প্রচারপত্র বিলি করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এছাড়া কোতোয়ালী থানা যুবদলও পৃথক প্রচারপত্র বিলি করে। এতে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেছেন, ঝড় বৃষ্টি উপেক্ষা করে সমাবেশ সফল করবে তরুণ সমাজ।
ডবলমুরিং, সদরঘাট ও বন্দর : গতকাল নগরের চৌমুহনী মোড়ে ডবলমুরিং, সদরঘাট এবং ইপিজেড মোড়ে বন্দর, ইপিজেড ও পতেঙ্গা থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে পৃথক পৃথক প্রচারপত্র বিলি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে তার আজ্ঞাবহদের কুইক রেন্টাল দিয়ে কুইক লুটপাটের সুযোগ করে দিয়েছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের নামে কোটি কোটি টাকা তাদের হাতে তুলে দিয়েছে। সরকার আইন করে এদের দায়মুক্তিও দিয়েছে। এসব কারণে দেশে চরম অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। অথচ বিশ্ববাজারে কয়লা, গ্যাসসহ জ্বালানি তেলের দাম কমলেও টাকার অভাবে কয়লা, এলএনজি গ্যাস, ফার্নেস অয়েল আমদানি করতে পারছে না সরকার। যার ফলে পায়রাসহ অন্যান্য বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি নেতা ইস্রাফিল খসরু বলেন, বিদ্যুৎ সংকটের মূল কারণটাই হচ্ছে দুর্নীতি–লুটপাট। কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে পুরোটাই হচ্ছে লুটপাটের। বাংলাদেশে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট দেশের প্রধান জাতীয় সংকটে পরিণত হয়েছে। গণতান্ত্রিক সরকার না থাকলে জাবাবদিহিতা থাকে না। দেশের অর্থনীতির জন্য কল্যাণকর বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন সম্ভব নয়। এই জাতীয় সংকট থেকে মুক্তি পেতে জবাবদিহি ও দায়বদ্ধমূলক নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। এটার একমাত্র পথ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন। নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।
যুবদল কোতোয়ালী থানা : এদিকে গতকাল বিকেলে কোতোয়ালী থানা যুবদলের উদ্যোগে রিয়াজ উদ্দিন বাজারে প্রচারপত্র বিলিকালে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। তিনি বলেন, সরকার দেশের গণতান্ত্রকি ব্যবস্থাকে হত্যা করে দেশবাসীকে উন্নয়নের কথা বলছে। মূলত তারা উন্নয়নের নামে দুর্নীতি লুটপাটে ব্যস্ত। আজকে মানুষের ভোটাধিকার অধিকার নাই। আগামী ১৪ জুন তারুণ্যের সমাবেশের মধ্যদিয়ে দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে। কোতোয়ালী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল জলিলের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইকবাল হোসেন সংগ্রাম, আবদুর রাজ্জাক, নাছির উদ্দিন চৌধুরী নাছিম, মো. সেলিম, এমদাদুল হক বাদশা, মো. আলাউদ্দিন, মো. সালাউদ্দিন, মো. ইদ্রিস, আবদুল্লাহ আল জিতু, মো. বেলাল, ইসমাইল হোসেন লেদু, মো. রিয়াদ, আলি হোসেন, সিরাজ খান রাজু প্রমুখ।












