ঝোপে লুকিয়ে রাখা বন্দুক-গুলিসহ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

লোহাগাড়ায় অভিযান

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ১৪ জুলাই, ২০২৫ at ৮:৪২ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় অভিযান চালিয়ে আবদুল্লাহ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনুফকির হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবদুল্লাহ একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আদর্শ পাড়ার সিরাজুল ইসলামের পুত্র।

পুলিশ জানায়, গ্রেপ্তার আবদুল্লাহ সন্ত্রাসী তৌহিদ বাহিনীর ছত্রছায়ায় বিভিন্ন সময়ে দেশিয় তৈরি অস্ত্র প্রদর্শন করে দীর্ঘদিন যাবত চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। ঘটনার রাতে আসামি আবদুল্লাহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা ও চাঁদা উঠানোর জন্য মনুফকির হাটে আসেন। খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদে মনুফকির হাটের পশ্চিমে হারুনের সমিলের সামনে খালি জায়গায় রাখা গাছের গুড়ির পাশে আড়ালে তার অবৈধ অস্ত্র রক্ষিত আছে বলে জানায়। পরে আসামি আবদুল্লাহর দেয়া তথ্য মতে তাকে সাথে নিয়ে অভিযান চালিয়ে গাছের গুড়ির পাশে ঝোপঝাড়ে বিশেষ কায়দায় রাখা রঙিন প্লাস্টিকের চাউলের বস্তার ভেতরে প্যাচানো অবস্থায় রক্ষিত দেশিয় তৈরি ১টি এলজি একনলা বন্দুক, ৩টি কার্তুজ ও ৩টি দেশিয় তৈরি দা উদ্ধার করা হয়। এসব অস্ত্র ব্যবহার করে লোহাগাড়া থানা এলাকাসহ অন্যান্য থানা এলাকায় ডাকাতি ও চাঁদাবাজি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে লুকিয়ে রাখার কথা স্বীকার করেছেন আসামি। লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, গ্রেপ্তার আবদুল্লাহর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। গতকাল রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরহমানিয়া দরবার শরীফে জিকির ও সালাতু সালাম মাহফিল
পরবর্তী নিবন্ধআঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের পক্ষ থেকে সিএমপিকে বডিব্যাগ হস্তান্তর