ঝুলন্ত মায়ের পাশের বিছানায় দুই ছেলের লাশ

| রবিবার , ৭ মে, ২০২৩ at ৫:৫৯ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় একটি ঘর থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ; ঘটনার পর থেকে পলাতক আছেন শিশুদের বাবা। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রাম থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয় বলে দেলদুয়ার থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান। নিহতরা হলেনগ্রামের শাহেদ আলীর (৪২) স্ত্রী মনিরা বেগম (৩৫) এবং তাদের দুই ছেলে মুশফিক () ও মাশরাফি ()। শাহেদের বাবা ফজলুর রহমান একসময় দেউলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। শাহেদ তেমন কিছু করেন না বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। খবর বিডিনিউজের।

প্রতিবেশীদের বরাত দিয়ে দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহমিনা হক সাংবাদিকদের বলেন, সন্ধ্যার দিকে লোকজন ঘরের দরজা ভেঙে তিনজনের লাশ দেখতে পায়। মায়ের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল আর পাশের বিছানায় দুই ছেলের মরদেহ ছিল।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে আবদুল মালেক শাহ রাহে ভাণ্ডারী স্মরণে ছুফী বৈঠক
পরবর্তী নিবন্ধমেট্রোরেলে যে ভবন থেকে ঢিল ছোড়া হয়েছিল তা শনাক্ত