আনোয়ারা উপজেলার ঝিওরী সার্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে পাঁচদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গতকাল সম্পন্ন হয়েছে। প্রয়াত সুভাষ দত্তের বাড়ি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল– ভক্তি সঙ্গীতাঞ্জলি, ধর্মসম্মেলন, মায়ের পূজা, চণ্ডীপাঠ, গীতাপাঠ, সমবেত প্রার্থনা, আরতি ও ধুনুচি নৃত্য, পুষ্পাঞ্জলি প্রদান, বিশেষ সঙ্গীতানুষ্ঠান, অন্নপ্রসাদ আস্বাদন, মায়ের বিসর্জন। জগদ্ধাত্রী পূজা উদ্যাপন পরিষদের সভাপতি স্বরূপ দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজয় দত্তের সঞ্চালনায় ধর্মসম্মেলনে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন তাপসানন্দ গিরি মহারাজ। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন। প্রধান অতিথি ছিলেন চন্দ্রশেখর মল্লিক। প্রধান বক্তা ছিলেন পলাশ কান্তি নাথ রণী। আরো উপস্থিত ছিলেন প্রদীপ দত্ত, দুর্জয় দত্ত, রকেট দত্ত, স্বদীপ দত্ত, গৌরিপদ দত্ত, অদীপ দত্ত, অভয় দত্ত, জুয়েল দত্ত মুন্না, অরূপ দত্ত, তুষার দত্ত টুলু, সাধন দত্ত, কর্মকর্তা সবুজ দে, বাপ্পা দত্ত কৃষ্ণ, ইমন দত্ত, ক্লিনটন দত্ত, নয়ন দত্ত, রাসেল দত্ত রাজু, বিকি দত্ত, প্রতীম দত্ত, অঞ্চল দত্ত, মাইকেল দত্ত, জনি দত্ত, রয়েল দত্ত, অপি দত্ত, বিকাশ দত্ত, মুন্নি দত্ত, মিতা দত্ত, পম্পি দত্ত, অনুশ্রী দত্ত, অন্তর দত্ত, রনি দত্ত, নিরব দত্ত, আপন দত্ত, অঙ্কন দত্ত, মিশন দত্ত, অক্ষয় দত্ত, অভিষেক দত্ত, স্বরজিৎ দত্ত, অর্ণব দত্ত, রিজু দত্ত, অপরূপ দত্ত বন্ধন, রাতুল দত্ত, শ্লোক দত্ত প্রমুখ। গীতাপাঠ পরিবেশন করেন বিধান চৌধুরী। সঙ্গীত পরিবেশন করেন কুষ্টিয়ার বাউলশিল্পী ভজন ক্ষ্যাপা, টিভি ও বেতার শিল্পী বিপাশা ধর বীণা ও প্রীতম ভট্টাচার্য্য। নৃত্যনাট্য পরিবেশন করেন দ্বীপশিখা শিল্পগোষ্ঠী। প্রেস বিজ্ঞপ্তি।