আইনপ্রণেতাদের সুযোগ–সুবিধা বৃদ্ধি ও পুলিশি বর্বরতার প্রতিবাদে গোলাপী রঙের পোশাক পরে, ঝাড়ু হাতে বিক্ষোভে যোগ দিয়েছে ইন্দোনেশিয়ার নারীরা। সংস্কারের দাবিতে এর প্রতীক হিসেবে ঝাড়ু নিয়ে বুধবার তারা বিক্ষোভ করেছেন। দেশে এ বিক্ষোভের মধ্যেই গতকাল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো চীনে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ও জাপানের আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী উদযাপনের কুচকাওয়াজে অংশ নিয়েছেন। গতকালের বিক্ষোভে নারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে ‘পুলিশ সংস্কার করো’ এবং ‘তোমার মিষ্টি প্রতিশ্রুতিতে ডায়াবেটিস হচ্ছে’ এমন অসংখ্য স্লোগান দেখা গেছে। খবর বিডিনিউজের।
নারীদের হাতে ঝাড়ুর কারণ জানিয়ে বিক্ষোভের আয়োজক দ্য অ্যালায়েন্স অব ইন্দোনেশিয়ান উইমেন বলেছে, রাষ্ট্রের ময়লা–আবর্জনা এবং নিরাপত্তা বাহিনীর দমনপীড়নকে যে ঝেঁটিয়ে বিদায় করা দরকার তা বোঝাতেই প্রতীকী হিসেবে ঝাড়ু ব্যবহার করা হয়েছে। গত সপ্তাহে শুরু হওয়া বিক্ষোভ এরই মধ্যে বিশ্বের তৃতীয়–বৃহত্তম গণতান্ত্রিক দেশটিকে নাড়িয়ে দিয়েছে।










