নগরীর খুলশীর ঝাউতলা রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রাইভেটকার আরোহী ৪-৫ জন বিদেশি যাত্রী। এতে মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিগন্যাল না মেনে রেললাইনে উঠে পড়া সেই প্রাইভেটকার ও তার চালককে পরে পুলিশের হাতে তুলে দিয়েছেন পথচারী ও দায়িত্বরত গেটম্যানরা। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে খুলশী ঝাউতলা রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, বৃহস্পতিবার চট্টগ্রাম রেলস্টেশন থেকে নাজিরহাটের দিকে যাচ্ছিল একটি ডেমু ট্রেন। কিন্তু ট্রেনটি খুলশী ঝাউতলা এলাকায় পৌঁছালে বিদেশি পর্যটকবাহী একটি প্রাইভেটকার সিগন্যাল না মেনে রেল লাইনে উঠে পড়ে। এসময় ট্রেন দ্রুতগতিতে কাছে এসে পড়ে। তবে অল্পের জন্য সংঘর্ষের হাত থেকে রক্ষা পায় পর্যটকবাহী গাড়িটি। রেলক্রসিংয়ের গেটম্যানদের দাবি, গেটে দায়িত্ব পালন করছিলেন বাবুল মিয়া ও আলমগীর। ট্রেন আসার সিগন্যাল পেয়ে ব্যারিয়ার নামিয়ে দেওয়া হয়। কিন্তু সিগন্যাল না মেনে গাড়িটি রেললাইনে ঢুকে আটকা পড়ে। পরে উপস্থিত লোকজনের সহায়তায় বিদেশি পর্যটকবাহী গাড়িটি উদ্ধার করা হয়। গেটম্যান বাবুল মিয়া আজাদীকে বলেন, গাড়িটির সামনে হালকা ক্ষতি হয়েছে। তবে বড় কোনো দুর্ঘটনা হয়নি। গাড়িতে ৪/৫ জন বিদেশি যাত্রী ছিল। গাড়ির চালককে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।