চট্টগ্রাম মহানগরীর সিটি করপোরেশন অন্তর্ভুক্ত বিভিন্ন ওয়ার্ডের মধ্যে জামালখান ওয়ার্ড একটি উন্নয়নশীল ওয়ার্ড হিসেবে বিবেচিত। দৈনন্দিন জীবনে বিভিন্ন উন্নত সুযোগ সুবিধা ভোগ করছে অত্র এলাকার জনসাধারণ। কিন্তু পরিতাপের বিষয় এই যে, বিগত দু-এক মাস যাবত বৈদ্যুতিক গোলযোগ বা লোডশেডিং-এর মাত্রা খুব বেড়ে গেছে। একদিকে লকডাউনের ফলে শিক্ষার্থীদের ঘরে বসে পড়ালেখা চালিয়ে যেতে হচ্ছে- সেক্ষেত্রে লোডশেডিং-এর কারণে শিক্ষার্থীদের পড়ালেখার বিঘ্ন ঘটছে। এমনকি লোডশেডিং-এর কারণে ঘরবন্দী মানুষেরাও অস্বস্তিকরভাবে দিনাতিপাত করছে। এমতাবস্থায় বিশেষ করে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি সাধন থেকে রক্ষা করতে এবং জনজীবনের সুস্বাস্থ্য রক্ষার তাগিদে লোডশেডিং কমানো একান্ত জরুরি। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ চায়লে অত্র এলাকার দুর্ভোগে পড়া জনগণের স্বার্থে লোডশেডিং কমিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে।
টিপলু বড়ুয়া, বি.এস.এস. (অনার্স), এম.এস.এস (অর্থনীতি), সরকারী সিটি বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম।