১২নং সরাইপাড়া ওয়ার্ডের অবস্থিত ঝর্ণাপাড়া নবী চৌধুরী রোড মহল্লা উন্নয়ন কমিটির উদ্যোগে এক জনসচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর র্যালিটি ঝর্নাপাড়া তিন রাস্তার মোড় হতে শুরু হয়ে মহল্লা বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে নজির আহমেদ চৌধুরী রোড গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন কমিটির সভাপতি মো: মিয়া ফেরদৌস সওদাগর, সহ–সভাপতি মো : আব্দুল হালিম বাবু, মো: হাবীব উল্ল্যাহ, মোঃ দৌলত খান, সাধারণ সম্পাদক মো : নুরুল্লাহ, সহ–সাধারণ সম্পাদক মো: মারুফ বিন মোস্তফা, ইকরামুল হক রাব্বি, মো: রেজাউল করিম খোকন, মো: ইউসুফ খান বাদল, মো: সাজ্জাদ হোসেন সায়েম, মো: রাশেদ, মো: মহসিন (সজীব), মো: ইউসুফ, আব্দুস শুক্কুর, মো: সালেহ আহমেদ (রানা), মো: বখতিয়ার, মো : কলিম উল্লাহ, মো : আলী রেজা রাজু, মো: সেলিম উল্লাহ, মো: রুম্মান পাপ্পু, নেছার আহমেদ রানা, মো : নাহিদ জামাল, মো: তৌহিদুল হক আরভী, মো: আবুবকর সিদ্দিক রুম্মান, মো: আকরাম, মো: এসকান্দর সওদাগর, নাছির, বেলাল, আব্দুল রাজ্জাক নিপু, সোহেল, ইয়াছিন, মো: ইউনুস, শফিকুল ইসলাম জনি। বক্তারা মহল্লাকে মাদকমুক্ত করতে একাত্মতা ঘোষণা করেন। মহল্লার সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লাবাসীর সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।