ঝগড়া থামাতে গিয়ে হামলার শিকার, এলডিপি নেতা আহত

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ১৩ নভেম্বর, ২০২৪ at ৪:৪৭ পূর্বাহ্ণ

দোহাজারীতে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে হামলার শিকার হয়েছেন দোহাজারী পৌরসভা গণতান্ত্রিক যুবদলের (এলডিপির অঙ্গ সংগঠন) সাধারণ সম্পাদক মোহাম্মদ মুবিন (৩৬)। দুস্কৃতিকারীদের হামলায় তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে দোহাজারী ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয়ভাবে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে দোহাজারী পৌরসভার চাগাচর গ্রামের একটি মামলার তদন্ত করতে আসেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) এর সাবইন্সপেক্টর শফিউল আলম। তদন্ত পরবর্তী তিনি স্থানীয় বিএনপি নেতা ফয়েজ আহমদ, মোহাম্মদ বেলালসহ অন্যান্য কয়েকজনকে নিয়ে দোহাজারী সদরের একটি রেস্টুরেন্টে চা খেতে বসেন। এসময় বিএনপি নেতা ফয়েজ আহমদ দোহাজারী পৌরসভার সাবেক মেয়র মো. লোকমান হাকিমের প্রসঙ্গ টেনে আনলে মিজানুর রহমান তার প্রতিবাদ করেন। এসময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা ও স্থানীয় পুলিশ বিষয়টি মীমাংসা করে ঘটনাস্থল থেকে চলে যান। পরবর্তীতে ফয়েজ আহমদ, মোহাম্মদ বেলাল, মিজানুর রহমানসহ তাদের অনুসারীদের মধ্যে দোহাজারী খাদ্য গুদামের সামনে পুনরায় কথা কাটাকাটি শুরু হলে বিষয়টি মীমাংসায় এগিয়ে আসেন দোহাজারী পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুবিন। এক পর্যায়ে দুষ্কৃতিকারীদের মধ্যে একজন মুবিনের মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আল হোসাইন ঘটনার কথা শুনেছেন জানিয়ে বলেন, বিষয়টি রাজনৈতিক হানাহানি নয়। এ ব্যাপারে অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধলটারির বাইরে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কীভাবে, জানাল মাউশি
পরবর্তী নিবন্ধঢালাওভাবে প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল সংবাদমাধ্যমের স্বাধীনতার অন্তরায়