উত্তর বারিধারাকে হারিয়ে প্রিমিয়ার লিগে জয়ে ফিরলো ঢাকা আবাহনী। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো তারা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২-১ গোলে জিতেছে আবাহনী। স্পট কিক থেকে গোল করেন ফ্রান্সিসকো রদ্রিগেজ দি সৌজা ফিলহো। ৫৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। জুয়েল গোল করেন। শেষ মুহূর্তে বারিধারার জিন্টু মিয়ার ক্রস থেকে প্লেসিং শটে লক্ষ্যভেদ করে ব্যবধান কমান রহিম।