সপ্তাহখানেক আগেই জানা গিয়েছিল, দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ‘করক সিং’ নামের হিন্দি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। যেখানে এই অভিনেত্রীকে বলিউডের এই সময়ের দাপুটে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। খবর বাংলানিউজের।
এছাড়া সিনেমাটিতে আরো থাকছেন ‘দিল বেচারা’ খ্যাত সানজানা সাঙ্ঘি। তবে এ খবরের সত্যতার স্বীকারোক্তি কিংবা অস্বীকার করেননি জয়া। তবে এক সপ্তাহ পর সব কিছু পরিষ্কার হয়ে গেল।
পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে এক ফ্রেমে দেখা দিলেন জয়া। শুরু হয়েছে তাদের নতুন সিনেমাটির কাজ। সিনেমাটির নাম ‘করক সিং’ শোনা গেলেও ভারতীয় গণমাধ্যম বলছে, নাম এখনো চূড়ান্ত হয়নি। গতকাল থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এর আগে সিনেমার টিম একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন। সেই ছবির সূত্রেই পাওয়া গেলো আরো একটি চমক।
সিনেমাটিতে থাকছেন মালায়লাম তারকা পার্বতী থিরুবথু। যিনি তুমুল জনপ্রিয় সিনেমা ‘চার্লি’তে অভিনয় করেছিলেন।
জয়া বলেছেন, এটা আমার প্রথম হিন্দি সিনেমা এবং এখানে আমার চরিত্রটি গল্পের অবিচ্ছেদ্য অংশ।