সেঞ্চুরি দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজ শুরু করা ভারতীয় ওপেনার ইয়াশাসভি জয়সওয়াল শেষ ইনিংসেও পেলেন তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া। গাস অ্যাটকিনসনকে পয়েন্টে আলতো করে খেলেই ছুট লাগালেন। রান পূর্ণ করার আগেই শূন্যে লাফিয়ে মুষ্টিবদ্ধ হাত বাতাসে ছুড়লেন জয়সওয়াল। চলতি ওভাল টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ জয়সওয়াল দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠেন। ম্যাচের তৃতীয় দিন শনিবার ১২৭ বলে সেঞ্চুরি স্পর্শ করেন বাঁহাতি এই ব্যাটার।
হেডিংলিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০১ রান করেছিলেন জয়সওয়াল। এজবাস্টনে পরের টেস্টে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ফেরেন ৮৭ রানে। ওল্ড ট্র্যাফোর্ডে খেলেন আরেকটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস (৫৮)। দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে আবার শতকের স্বাদ পেলেন ২৩ বছর বয়সী ক্রিকেটার। ইংল্যান্ডের মাটিতে এক সিরিজে দুটি সেঞ্চুরি করা চতুর্থ ভারতীয় ওপেনার জয়সওয়াল। এই সিরিজেই ওপেনিংয়ে নেমে দুটি সেঞ্চুরি করেন লোকেশ রাহুল। ভারতের হয়ে তাদের আগে ইংল্যান্ডে ইনিংস শুরু করতে নেমে এক সিরিজে দুইবার সেঞ্চুরি পেয়েছিলেন রাভি শাস্ত্রি (১৯৯০ সালে) ও রাহুল দ্রাবিড় (২০১১)। টেস্টে জয়সওয়ালের এটি ষষ্ঠ সেঞ্চুরি। চারটিই করেছেন তিনি ইংল্যান্ডের বিপক্ষে। জয়সওয়ালের এই সেঞ্চুরিতে টেস্ট ক্রিকেটের একটি রেকর্ডে নাম উঠেছে ভারতের। চলতি সিরিজে এনিয়ে দ্বাদশ শতকের দেখা পেল দলটি। এক সিরিজে তাদের চেয়ে বেশি সেঞ্চুরি নেই কোনো দলের। এক সিরিজে ১২টি করে সেঞ্চুরি আছে আরও তিনটি দলের।
১৯৫৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া, ১৯৮২/৮৩ মৌসুমে ভারতের বিপক্ষে ছয় টেস্টের সিরিজে পাকিস্তান ও ২০০৩–০৪ মৌসুমে ক্যারিবিয়ানদের বিপক্ষে চার টেস্টের সিরিজে দক্ষিণ আফ্রিকা এই কীর্তি গড়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে চারটি সেঞ্চুরি শুবমান গিলের। দুইবার করে শতকের স্বাদ পান রিশাভ পান্ত, রাহুল ও জয়সওয়াল। একবার করে রাভিন্দ্রা জাদেজা ও ওয়াশিংটন সুন্দার। আগের দিন ২০ ও ৪০ রানে জীবন পাওয়া জয়সওয়াল নতুন সকাল শুরু করেন ৫১ রান নিয়ে। কিছুটা সাবধানী ব্যাটিংয়ে ইনিংস বড় করতে থাকেন তিনি। ৮৫ রান নিয়ে শেষ করেন প্রথম সেশন।
দ্বিতীয় সেশনের প্রথম বলেই অধিনায়ক শুবমান গিলকে হারায় ভারত। তাতে অবশ্য মনোযোগ হারাননি জয়সওয়াল। নিজের মতো খেলে যান তিনি। ৯৭ থেকে পরপর দুই বলে ডাবল ও সিঙ্গেল নিয়ে পান শতকের স্বাদ। ১৬৪ বল খেলে ১১৮ রান করে জশ টংয়ের বলে জেমি ওভারটনের হাতে ধরা পড়ে বিদায় নেন জসওয়াল।