বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের নির্বাহী সদস্য প্রণব বড়ুয়া অর্ণবের শাশুড়ি জয়ন্তী বড়ুয়া (৬৬) গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয়–স্বজন রেখে যান।
উল্লেখ্য, জয়ন্তী বড়ুয়া রাউজানের বিনাজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ বৌদ্ধ সমিতির ভাইস চেয়ারম্যান সুকুমার বড়ুয়ার স্ত্রী। তার দুই সন্তান দেশে ফেরার পর সৎকারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে জয়ন্তী বড়ুয়ার মৃত্যুতে বিনাজুরী শ্মশান বিহার পরিচালনা কমিটি এবং বিনাজুরী ইউনিয়ন বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশন শোক প্রকাশ করেছে। প্রেস বিজ্ঞপ্তি।