জয় হাতছাড়া হওয়ায় হতাশ তামিম

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৪ মার্চ, ২০২১ at ৮:৫০ পূর্বাহ্ণ

আগের ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতায় হেরেছিল বাংলাদেশ। তাই স্বাভাবিকভাবেই হতাশ ছিলেন অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু গতকাল দুর্দান্ত ব্যাটিং করেছে তামিম-মিঠুনরা। কিন্তু ফিল্ডারদের হাত ফসকে ম্যাচটি বেরিয়ে যাওয়ায় আরো বেশি হতাশ তামিম। বাংলাদেশ অধিনায়কের আক্ষেপ, জয়ের এমন সুযোগ তো বারবার আসে না। যখন আসে তখন সেটা কাজে লাগাতে হয়। কিন্তু আমরা পারিনি। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটে-বলে লড়াই জমিয়ে তুলেছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয় ফিল্ডিং। জিমি নিশামের সহজ ক্যাচ ছাড়েন মুশফিকুর রহিম। টম ল্যাথামের ক্যাচ তালু বন্দী করতে পারেননি মেহেদি হাসান। দুটি সুবর্ণ সুযোগ হাতছাড়ার পর ফসকে যায় ম্যাচও। নিউজিল্যান্ডকে তাদের মাটিতে কোনো সংস্করণেই কখনও হারাতে পারেনি বাংলাদেশ। অধরা সেই জয়কে ধরার বড় একটি সুযোগ হাতছাড়া হওয়ায় তামিম জানালেন হতাশা।
তামিম বলেন এর চেয়ে ভালো সুযোগ কোনো সময় আমরা পাইনি। অবশ্যই আমাদের জেতা উচিত ছিল। এমন সুযোগ সব সময় আসেনা। বিশেষ করে দেশের বাইরে। আমরা যেভাবে ব্যাটিং করেছি তা ছিল দারুন। ২৭১ অবশ্যই ভালো স্কোর। পরে ৫০ রানে যখন ওদের ৩ উইকেট পড়ে যায় তখন খেলাটা প্রায় আমাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু দুইটা সুযোগ মিস করলাম আমরা। সে সুযোগ গুলো যদি নিতে পারতাম তাহলে ম্যাচে জয়ী হিসেবে আমাদের নামই থাকতো। তামিম বলেন এই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। অন্য কোনো ভাবনা নাই। অবশ্যই জেতা উচিত ছিল। সত্যি হতাশ যে আমরা এরকম সুযোগ কাজে লাগাতে পারিনি। প্রথম ম্যাচে ১৩১ রানে অল আউট হয়ে বাংলাদেশ ম্যাচ হেরেছিল ৮ উইকেটে। দ্বিতীয় ম্যাচে সেখানে উন্নতি হয়েছে বেশ।
তবে তামিম এই উন্নতিকে যথেষ্ট মনে করছেন না। তিনি বলেন আমি ব্যক্তিগত ভাবে মনে করি, আমরা এখানে উন্নতি করতে আসিনি। ম্যাচ জিততে এসেছি। এই ম্যাচে আমাদের জন্য সেই সুযোগটা ছিল। যা আমরা কাজে লাগাতে পারিনি। আদর্শ একটা সুযোগ হাতছাড়া করেছি। এই ম্যাচে ইতিবাচক অনেক কিছু থাকলেও অধিনায়ক বললেন, জয় ছাড়া অন্য কিছুর মূল্য খুব একটা নেই তার কাছে।

পূর্ববর্তী নিবন্ধদিপুর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ভাল অবস্থানে চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধওয়ানডেতে ফিফটির ফিফটি তামিমের