জয় বাংলা শিল্পী গোষ্ঠীর উদ্যোগে গত মঙ্গলবার মোমিন রোড বিজয় ’৭১ হল মিলনায়তনে রবীন্দ্র–নজরুর জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জয় বাংলা শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সজল দাশ। প্রধান অতিথি ছিলেন প্রবীণ রাজনীতিবিদ ভানু রঞ্জন চক্রবর্ত্তী। উদ্বোধক ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সহসভাপতি কবি আশীষ সেন। প্রধান আলোচক ছিলেন বিজয়’৭১ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. আ কে রুবেল। আলোচক ছিলেন অধ্যাপক শিপুল কুমার দে, শিক্ষক বাবুল কান্তি দাশ, জীবনবীমা কর্পোরেশনের ব্রাঞ্চ ম্যানেজার তপন কান্তি সেন, আওয়ামী লীগ নেতা রাজগোপাল ঘোষ রপন, কাঞ্চন দত্ত, শিল্পী অচিন্ত্য কুমার দাশ, শিল্পী নারায়ণ দাশ, সংগঠক দিলীপ সেনগুপ্ত, সংস্কৃতিকর্মী সবুজ চৌধুরী রকি, মোপলেস এর সাধারণ সম্পাদক নিলয় দে।
উপস্থিত ছিলেন ডা. চয়ন চক্রবর্তী, খেলাঘর চট্টগ্রাম মহানগরীর দপ্তর সম্পাদক বনবিহারী চক্রবর্তী, চট্টগ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি শাহ নুরুল আলম, সংগঠক মো. ছবির আহমদ, চিত্রশিল্পী অশেষ দাশগুপ্ত ও মো. জাফর আলম। প্রেস বিজ্ঞপ্তি।