জয় বাংলা শিল্পী গোষ্ঠী চট্টগ্রামের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন ও সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গত ৩০ সেপ্টেম্বর কদম মোবারক এমওয়াই উচ্চ বালক–বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কবি আশীষ সেন। প্রধান অতিথি ছিলেন লায়ন এ কে জাহেদ চৌধুরী। উদ্বোধক ছিলেন আওয়ামী লীগ নেতা মো. জসীম উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন রাজনীতিবিদ ভানু রঞ্জন চক্রবর্ত্তী।
এতে বিশেষ আলোচক ছিলেন কবি সঞ্চয় কুমার দাশ, জামালখান যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমেদ ইমু, জামালখান ওয়ার্ড যুবলীগ নেতা আরিফ মোহাম্মদ মনজু, যুবলীগ নেতা ওয়াহিদুর রহমান, রাজনীতিবিদ স্বপন সেন, সিঞ্চন ভৌমিক, স ম জিয়াউর রহমান, মো. ছবির আহমদ ও নিলয় দে।
স্বাগত বক্তব্য রাখেন জয় বাংলা শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সজল দাশ। উপস্থিত ছিলেন দুলাল বড়ুয়া, শিমুল দত্ত, শাহ নুরুল আলম, সঞ্জয় বনিক, রতন ঘোষ, হাছান মুরাদ, আঁচল চক্রবর্ত্তী, সবুজ চৌধুরী রকি, মো. মুরাদ, সুজন সেন, তপন চক্রবর্ত্তী, তানভীর রহমান, মো. তিতাস ও জাফর আলম। শিল্পী অচিন্ত্য কুমার দাশের পরিচালনায় সঙ্গীত পরিবেশন করেন নারায়ণ দাশ, হানিফুল ইসলাম চৌধুরী, সমীরণ পাল ও হারাধন নাহা বাসু। আবৃত্তি পরিবেশন করেন মো. জসীম উদ্দিন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।