জয় দিয়ে শুরু বাংলা টাইগার্সের

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৪ নভেম্বর, ২০২২ at ১০:১৫ পূর্বাহ্ণ

আবুধাবী ক্রিকেট বোর্ড আয়োজিত টি-টেন ক্রিকেট লিগে দারুণ শুরু করেছে বাংলাদেশের দল বাংলা টাইগার্স। গতকাল শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে বাংলা টাইগার্স ১৯ রানে নিউইয়র্ক স্ট্রাইকার্সকে পরাজিত করে।

প্রথমে ব্যাট করতে নামা বাংলা টাইগার্স নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে ১৩১ রান সংগ্রহ করে। দলের পক্ষে ২২ বলে ৫৮ রান করেন এভিন লুইস। তিনি ৭টি ছক্কা মারেন। ১৭ বলে ৩০ রান করেন কলিন মনরো। তিনি মারেন ২টি ছক্কা। এছাড়া দলের অধিনায়ক সাকিব করেন ৬ বলে ১৪ রান।

১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নামা নিউইয়র্ক স্ট্রাইকার্স বাংলা টাইগার্সের বোলারদের তোপের মুখে পড়ে ১১২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অধিনায়ক কাইরন পোলার্ড ১৯ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন। ১৩ বলে ৩৪ রান করেন আজম খান। আর কোন ব্যাটসম্যান দুই অংকের ঘরে যেতে পারেনি। ম্যাচ সেরা হয়েছেন এভিন লুইস।

পূর্ববর্তী নিবন্ধঅংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী সম্পন্ন
পরবর্তী নিবন্ধঋতুপর্ণা যা হতে চেয়েছিলেন