জয় দিয়ে শুরু কলকাতার

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৩৩ পূর্বাহ্ণ

দীর্ঘ বিরতির পর শুরু হওয়া আইপিএলের শুরুটা জয় দিয়ে করল কলকাতা নাইট রাইডার্স। গতকাল সোমবার রাতে আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে।
প্রথমে ব্যাট করতে নামা ব্যাঙ্গালুরু কলকাতার বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ৯২ রানে অলআউট হয়ে যায়।
দলের মাত্র চারজন ব্যাটসম্যান দুই অংকের ঘরে যেতে পেরেছে। তারা হলেন পাডিক্কাল ২২, শ্রীকার ভারাত ১৬, হার্শেল প্যাটেল ১২ এবং ম্যাঙওয়েল করেন ১০ রান। কলকাতার পক্ষে ৯ রানে ৩ টি উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল। ১৩ রানে ৩ টি উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। ২ টি উইকেট নিয়েছেন ফার্গুসন।
৯৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০ ওভারে জয় নিশ্চিত করে কলকাতা নাইট রাইডার্স। দলের পক্ষে শুভমান গিল করেন ৪৮ রান। ৪১ রান করেন ভ্যাংকাটেশ আইয়ার।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় চট্টগ্রামে নতুন আক্রান্ত ৭৬, ১ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধসেলিমা, আমানসহ ৪০ বিএনপি নেতাকর্মীর বিচার শুরু