প্রত্যাশিত জয় দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশের নারীরা। প্রায় এক বছর বিরতির পর টি–টোয়েন্টি খেলতে নেমেছিল বাংলাদেশ। কিছু অস্বস্তি আর জড়তা ছিল বটে তবে সবচেয়ে বড় স্বস্তি, প্রত্যাশিত জয় পেয়েছে নিগার সুলতানার দল। শারমিনের ঝড়ো ফিফটির পর নাহিদা আক্তার ও রিতু মনির দারুণ বোলিংয়ে ধরা দিয়েছে জয়। নেপালে উইমেন’স টি–টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে যুক্তরাষ্ট্রকে ২২ রানে হারায় বাংলাদেশ। নেপালের মুলপানিতে রোববার বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে তোলে ১৫৯ রান। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তাদের তৃতীয় সর্বোচ্চ স্কোর এটি। ৮ চার ও ১ ছক্কায় ৩৯ বলে ৬৩ রানের ইনিংস খেলেন শারমিন। টি–টোয়েন্টিতে তার আগের সর্বোচ্চ ছিল ৩৮ রান। রান তাড়ায় যুক্তরাষ্ট্র্রও খুব খারাপ করেনি। ২০ ওভারে তারা তোলে ১৩৭ রান। ২৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন নাহিদা। বাংলাদেশের সফলতম বোলার এই নিয়ে দ্বিতীয়বার পেলেন ম্যাচে ৪ উইকেট। এছাড়া ৫ উইকেটও নিয়েছেন দুই দফায়। অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার রিতু মনির প্রাপ্তি তিন উইকেট। বাংলাদেশের শারমিন আক্তারের টি–টোয়েন্টি পরিসংখ্যানের ছিল জীর্ণ চেহারা। ২২ ম্যাচ খেলে ব্যাটিং গড় ১৬.৩৬, স্ট্রাইক রেট ৭৩.৬৯। তার মতো একজন ব্যাটারের জন্য বড্ড বেমানান বটে। বিশেষ করে, গত দেড় বছরে যতটা উন্নতির ছাপ তিনি রেখেছেন ব্যাটিংয়ে। অবশেষে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে নিজের সামর্থ্য কিছুটা দেখাতে পারলেন এই ব্যাটার। আগ্রাসী ব্যাটিংয়ে স্বাদ পেলেন এই সংস্করণে প্রথম ফিফটির। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে তিন ওভারে ২৬ রান এনে দেয় উদ্বোধনী জুটি। চারটি চারে ৮ বলে ১৭ রান করে আউট হন দিলারা আক্তার। ঘরোয়া ক্রিকেটে মারকাটারি ব্যাটিংয়ে নজর কেড়ে জাতীয় দলে আসা জুয়ায়রিয়া ফেরদৌস আন্তর্জাতিক অভিষেকে খুব ভালো করতে পারেননি। তার ইনিংস শেষ হয় ২৩ বলে ১৭ রান করে। অধিনায়ক নিগার সুলতানাও ফেরেন দ্রুত। তিনি ৫ বলে মাত্র ২ রান করেন। যুক্তরাষ্ট্রের দুই মিডিয়াম পেসার মাহি মাধাবান ও ইসা ভাগেলা বেশ চেপে ধরেন বাংলাদেশের ব্যাটারদের। ১০ ওভার শেষে বাংলাদেশের রান ছিল ৩ উইকেটে ৬৮। চতুর্থ উইকেটে শারমিন ও সোবহানা মোস্তারির জুটি দলকে এগিয়ে নেয় ভালো স্কোরের দিকে। ৬৩ রানের জুটি গড়েন দুজন। ২৯ বলে ৩২ রান করে আউট হন সোবহানা মোস্তারি। শারমিন ফিফটি করেন ৩২ বলে। শেষ দিকে ১২ বলে ১৬ রানে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার। রাবেয়া অপরাজিত থাকেন ৬ রান করে। শেষ ৭ ওভারে ৭৭ রান তুলতে পারে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের মাহি ২৩ রান দিয়ে ৩টি এবং ইসানি ২৭ রান দিয়ে ২টি শিকার ধরেন। রান তাড়ায় যুক্তরাষ্ট্রের উদ্বোধনী জুটি বাংলাদেশকে ভালোই ভুগিয়ে যোগ করে ৪২ রান। লেগ স্পিনার রাবেয়া খানের বলে দিশা ধিংরা ২৩ রানে বোল্ড হলে ভাঙে এই জুটি। রিতু মনি এরপর দুই ওভারের মধ্যে শিকার করেন তিন উইকেট। ৩৬ রান করা চেতনা পাগিডিয়ালাকেও ফেরান তিনি। এরপর নাহিদার ছোবলে আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি যুক্তরাষ্ট্রের ব্যাটিং। বাঁহাতি এই স্পিনার এক ওভারেই উইকেট নেন তিনটি। সাতে নেমে স্রোতের বিপরীতে ১৩ বলে ৩৩ রানের ইনিংস খেলেন রিতু সিং। তাকেও ফেরান নাহিদা।
এছাড়া ওপেনার দিশা ২৩,এলা ৪, আদিতিবা ৯, পুজা ৫, তারানুম ১০ রান করেন। মাহি ১২ এবং সানভি ২ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের রিতুমনি ২৪ রান দিয়ে ৩টি এবং রাবেয়া ৩৪ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। মারুফা ৪ ওভারে ২৫, মেঘলা ৩ ওভারে ২২ এবং সোবহানা ১ ওভারে ৮ রান দিয়ে কোন উইকেট পাননি। প্লেয়ার অব দা ম্যাচ হন বাংলাদেশের শারমিন আক্তার। ‘এ’ গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ আগামী মঙ্গলবার পাপুয়া নিউ গিনির বিপক্ষে।











