চকরিয়ায় ছুরিকাঘাতে নিহত কিশোর আবদুস শুক্কুর শাহীনের (১৬) খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। গতকাল মঙ্গলবার চকরিয়া-মহেশখালী সড়কের ইলিশিয়া এলাকায় তারা এই ব্যারিকেড দেন। এতে সড়কের উভয়পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এসময় উপজেলা ও পুলিশ প্রশাসন ব্যারিকেড সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বিকালে স্থানীয় সাংসদ জাফর আলম নিহত শাহীনের মায়ের সাথে দেখা করে এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা ব্যারিকেড তুলে নেন। ফলে দুই ঘণ্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এর আগে নিহত শাহীনের মা আসমা বেগমের হাতে নগদ একলক্ষ টাকা তুলে দেন এমপি জাফর আলম। পরে বাদে মাগরিব শাহীনের দ্বিতীয় জানাজায় অংশগ্রহণ করেন তিনি।
এ ব্যাপারে চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, শাহীন হত্যাকাণ্ডের ঘটনায় তার বড়ভাই ওসমান গণির বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে দেওয়া এজাহার মামলা হিসেবে রুজু করা হয়েছে। মাদক ব্যবসার বিরোধ নাকি অন্য কোনো রহস্য আছে তা খতিয়ে দেখা হচ্ছে। আসামিদের শনাক্তে কাজ করছে পুলিশ।