জ্যৈষ্ঠপুরা সার্বজনীন শরণংকর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব

| শনিবার , ৪ নভেম্বর, ২০২৩ at ৫:১১ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলাধীন ঐতিহ্যবাহী জ্যৈষ্ঠপুরা গ্রামে গতকাল জ্যৈষ্ঠপুরা সার্বজনীন শরণংকর বৌদ্ধ বিহারের দায়কদায়িকা কর্তৃক আয়োজিত হলো দানোত্তম কঠিন চীবর দানোৎসব২০২৩।

মাঙ্গলিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৈতলা সদ্ধর্ম জ্যোতি বিহারের অধ্যক্ষ বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ শাসন ভাস্কর শাসনপ্রিয় মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর, লায়ন্স ক্লাব ইনটারন্যাশনাল ও কনফিডেন্ট সিমেন্টের ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া। উদ্বোধক ছিলেন ভদন্ত প্রজ্ঞারশ্মি থেরো, প্রধান ধর্মদেশক বুদ্ধপাল থেরো, ধর্মালোচক ভদন্ত জ্ঞানমিত্র থেরো, প্রধান জ্ঞাতী ভদন্ত পরমানন্দ মহাথেরো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি রোটারিয়ান সজীব বড়ুয়া, সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, সহ সভাপতি সঞ্জয় বড়ুয়া পিপলু, সহ সাংগঠনিক সম্পাদক প্রণব বড়ুয়া, কর আইনজীবী তাপস বড়ুয়া। সংবর্ধিত অতিথি ছিলেন ব্যাংকার দুলাল বড়ুয়া, সম্পাদকীয় বক্তব্য প্রদান করেন বিহারের ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা প্রয়াত রূপেন্দ্র লাল বড়ুয়ার পুত্র প্রকৌশলী স্বজন কান্তি বড়ুয়া। সঞ্চালনায় ছিলেন শিক্ষক রাজীব বড়ুয়া ও ইতু বড়ুয়া। অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন রূপম কিশোর বড়ুয়া বলেছেনসব বৌদ্ধদের অবশ্যই ত্রিপিটক ও সূত্র সমূহ পালি ভাষায় যেমন জানবে, সাথে সাথে বাংলা ভাষায়ও অবশ্যই জানতে হবে, বুঝতে হবে। উনি আরও উল্লেখ করেছেন, ভিক্ষু সংঘকেও বিভিন্ন ধর্মীয় কাজে দান দেয়ার চেতনার বিকাশ ঘটানো খুবই প্রয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাছ কাটতে ওঠে ভিমরুলের কবলে, প্রাণ গেল শ্রমিকের
পরবর্তী নিবন্ধট্রায়াল রান হচ্ছে না, একেবারেই উদ্বোধন