চীনের শীর্ষস্থানীয় গার্মেন্টস মেশিনারিজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জ্যাক টেকনোলজি কোম্পানি লিমিটেড এবং জ্যাক মেশিনারিজ ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট (এফএম)-এর যৌথ উদ্যোগে ‘পোশাক শিল্পে ব্যবহৃত অটোমেটিক সেলাই মেশিন প্রদর্শনী ও অটোমেশন সেমিনার’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সেমিনারে অতিথি ছিলেন শাসা ডেনিম লিমিটেডের চেয়ারপার্সন পারভীন মাহমুদ এফসিএ, চেয়ারপারসন, নিউ এরা ফ্যাশন ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, চায়না চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ওয়েনসেং ঝাঙ, কে গার্মেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং বিজিএমইএ–এর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বিজয় শেখর দাস, এইচকেটিজি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এনামুল আজিজ চৌধুরী। অনুষ্ঠানে এম নাইন–এ অটোমেটিক টেমপ্লেট মেশিন বিষয়ে বিস্তারিত প্রেজেন্টেশন প্রদান করেন ফজলে মেহরাব সূর্য। পাশাপাশি জ্যাক টোটাল অটোমেশন সলিউশন নিয়ে প্রেজেন্টেশন প্রদান করেন মিস এল। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জ্যাক মেশিনারিজ ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্টের (এফএম ) চেয়ারম্যান ফজলে করিম লিটন এবং কোম্পানির ভাইস জেনারেল ম্যানেজার (বাংলাদেশ) মিস্টার লুকা। বক্তারা বলেন, আধুনিক অটোমেশন, এআই–ভিত্তিক সাপোর্ট সিস্টেম এবং স্মার্ট মেশিন ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্পে উৎপাদনশীলতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকা আরও সহজ হবে। ফাস্ট অ্যান্ড মডার্ন–এর নতুন এআই সাপোর্ট অ্যাপ পোশাক শিল্পে প্রযুক্তিগত সহায়তার ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিভিন্ন পোশাক কারখানার মালিক, ব্যবস্থাপক, প্রযুক্তিবিদ ও শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।












