চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে নানা অপকৌশল অবলম্বন করছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে সরকার সাধারণ মানুষকে আরো দুর্ভোগে ফেলে দিয়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের মূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই আওয়ামী সরকার দেশের মানুষকে শোষণ করছে। এই সরকারের লুটপাট, দুর্নীতি আর দুঃশাসনের কারণে এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করার কারণে আজ দেশের এমন বেহাল দশা। গতকাল সোমবার সন্ধায় জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে মোমবাতি মৌন মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ডা. শাহাদাত আরো বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি পেয়েছে। জিনিসপত্রের দাম দিগুন থেকে তিনগুণ বৃদ্ধি পেয়েছে। মানুষের জীবন যাত্রার সকল খরচ বেড়ে গেছে। মানুষ বেঁচে থাকাটাই এখন কঠিন হয়ে পড়েছে। মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। জনগণের অধিকার আদায়ে রাজপথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। মোমবাতি মিছিল ও বিক্ষোভ সমাবেশ ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মহিউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নগর বিএনপি নেতা হাসেম সাওদাগর, নুর হোসেন, মো. আলমগীর, রৌশনগীর আমিন, মো. ইলিয়াছ, মো. কামরুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ জসিম, মোহাম্মদ সেলিম, মো. মাসুম, মো. জাহাঙ্গীর আলম, মো. জসিম উদ্দিন, মহিলা দল নেতৃ কামরুন্নেছা, কোহিনুর বেগম প্রমুখ।