চবিতে অনুষ্ঠিত হয়েছে জ্যোতির্বিজ্ঞানভিত্তিক বিশেষ অনুষ্ঠান ‘আস্ট্রোনমি টকস অ্যান্ড স্কাই অবজারভেশন ২.০। চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস) এবং জ্যোতির্বিজ্ঞানবিষয়ক সংগঠন দূরবিন দূর বিশ্বের নাগরিক যৌথউদ্যোগে গত ১০ ডিসেম্বর এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের প্রথম পর্বে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অডিটোরিয়ামে বিজ্ঞান বিষয়ক আলোচনা ও কুইজ অনুষ্ঠানের পরে কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজন করা হয় দূরবীন যন্ত্রের মাধ্যমে মহাকাশ পর্যবেক্ষণ পর্ব।
প্রধান অতিথি ছিলেন, চবি উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিন। কি–নোট স্পিকার ছিলেন চুয়েট গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব। এসময় উপস্থিত ছিলেন চবি জামাল নজরুল ইসলাম ভৌত বিজ্ঞান ও গবেষণা কেন্দ্রের অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী, সিইউআরএইচএসের ডেপুটি মডারেটর ড. মো. মাহবুব হাসান।
বাংলাদেশ এডুকেশন রিসার্চ ইন্সটিটিউটের সহযোগিতায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, রাখেন সিইউআরএইচএসের সভাপতি সানজিদা হক প্রিমা, সাধারণ সম্পাদক অমিত চৌধুরী, চাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আনজুম শোভন এবং উপস্থাপনায় ছিলেন ঐন্দ্রিলা বড়ুয়া। অনুষ্ঠানের টেলিস্কোপ পার্টনার হিসেবে ছিল কসমিক এসজিমা, দূরবীন– দূর বিশ্বের নাগরিক ও ন্যাশনাল আউটরিচ কো–অর্ডিনেটর বাংলাদেশ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রথম পর্বে ছিল জ্যোতির্বিজ্ঞানের মূল ধারণা, আকাশের নক্ষত্রমণ্ডল ও মহাবিশ্বের বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে ইন্টারেঅ্যাকটিভ আলোচনা। শিক্ষার্থীদের অংশগ্রহণে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় জ্যোতির্বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা। সন্ধ্যার পর শুরু হয় টেলিস্কোপে রাতের আকাশ দেখা। অংশগ্রহণকারীরা চাঁদের গর্ত, দৃশ্যমান গ্রহ এবং উজ্জ্বল তারামণ্ডলের সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পান। প্রেস বিজ্ঞপ্তি।












