‘জ্ঞান অর্জনের পিপাসা মানুষের মধ্যে থাকা দরকার। ১২শ সাল পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সমস্ত বিজ্ঞান, অর্থনীতি, সাহিত্যের ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন মুসলমানরা। এরপর থেকে জ্ঞান–বিজ্ঞানে অনীহার কারণে আজ আমরা বিপদগ্রস্ত। আমরা আর অবহেলা করলে চলবে না, শ্রেষ্ঠত্বকে আবার ধারণ করতে হবে। আমাদের স্বপ্ন–নবীজীর (স.) জীবনাচারকে আমাদের জীবনের সামনে রেখে কাজ–কর্ম, চিন্তা–চেতনা সমস্ত কিছু সেভাবে ধারণ ও লালন করবো।’
গতকাল শনিবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে প্রাইম ভিশন আয়োজিত কেরাত, নাত ও ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক পিএইচপি। সহযোগী ছিল এইচএম স্টিল। একুশে পদকপ্রাপ্ত সুফি মোহাম্মদ মিজানুর রহমান আরও বলেন, এই মুহূর্তে তোমার যে কাজটা করা উচিৎ–তা করা এবং কোন কাজ না করা উচিৎ–তা না করার নামই উইজডম। যদি মনে কর এই কাজটা করবো নাকি করবো না, এটি ঠিক নাকি বেঠিক–যতক্ষণ পর্যন্ত এই ঠিক বেঠিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে না পার, ততক্ষণ পর্যন্ত যদি তুমি অপেক্ষা কর–সেটা উইজডম। আজ মাদ্রাসা ও স্কুল শিক্ষার্থীদের নিয়ে ইসলামিক জ্ঞানের এই প্রতিযোগিতা জ্ঞান অর্জন ও ইসলামের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করার জন্য তাদের মাঝে আগ্রহ জাগবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, সমাজকর্মীরা আজ সমাজকর্ম যথাযথভাবে করছে না। এখন সবাই নগদটা চিন্তা করছে; দিয়ে যাওয়ার জন্য চিন্তা করছে না। আজ গাজা হামলার বিরুদ্ধে মুসলিমরা এক হতে পারছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজায় এই বর্বরতার প্রতিবাদ করেছেন। সেখানে যদি সকল রাজনৈতিক দল, বিশ্বনেতা ও বিশ্বের মুসলিম দেশগুলো প্রতিবাদ করতো তাহলে এরকম নারকীয় হত্যাকাণ্ড চালাতে পারতো না। তিনি বলেন, পিএইচপি ফ্যামিলি প্রত্যেকটি কর্মকাণ্ড আমরা অভিভূত হই, মুগ্ধ হই। পিএইচপির এই ইসলামিক জ্ঞান প্রতিযোগিতাটি অনন্য, ব্যতিক্রম, বুদ্ধিভিত্তিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলী, পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আমীর হোসেন সোহেল। স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ‘পিএইচপি ইসলামিক ট্যালেন্ট’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত ১৮ মার্চ এ প্রতিযোগিতার অডিশন রাউন্ড এবং গতকাল নগরীর শিল্পকলা একাডেমিতে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মোহাম্মদ রিদয়ানুর রহমান নয়ন, দ্বিতীয় স্থান অধিকার করেন মুজাহিদুল ইসলাম এবং তৃতীয় স্থান অধিকার করেন মো. শাকিল আহমদ। প্রথম পুরস্কার হিসেব ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা ও সনদ দেয়া হয়। এছাড়া আরও আটজন বিজয়ীকে ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।