চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য দক্ষিণ পতেঙ্গা চৌধুরী পাড়া নিবাসী শাকিল হারুনের মাতা হাজী জোহরা খাতুন (৭০) গত শুক্রবার রাত ৩টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ৭ ছেলে, ২ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান। গতকাল শনিবার সকাল ১১টায় ওয়াইজ মো. চৌধুরী পাড়া জামে মসজিদে নামাজে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, মাহাবুবুল হক সুমন, পতেঙ্গা থানা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী আব্দুল হালিম, যুগ্ম আহ্বায়ক এ এস এম ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, মো. নুরুল আলম, মাঈনুল ইসলাম, জামাল উদ্দিন রাজু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।