হাটহাজারীর জোবরা গ্রামকে পৌরসভায় অন্তর্ভুক্ত করারজন্য স্থানীয় সরকার বিভাগ অভিপ্রায় ব্যক্ত করেছেন। স্থানীয় সরকার বিভাগের নিয়মানুসারে কোন এলাকাকে পৌরসভার অন্তভূক্তি করার পূর্বে অভিপ্রায় ব্যক্ত করতে হয়।
২০১২ সালে স্থানীয় সরকার বিভাগ থেকে হাটহাজারী সদর ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করা হয়। পৌরসভায় উন্নীত হওয়ার পর থেকে প্রশাসক দিয়ে পৌরসভার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ইতিমধ্যে এই পৌরসভাকে স্থানীয় সরকার বিভাগ ১ম শ্রেনীতে উন্নিত করেছে।
প্রসঙ্গত, নোবেল শান্তি পুরস্কারে ভূষিত ডক্টর মুহাম্মদ ইউনূসে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা এই জোবরা গ্রাম থেকে। স্থানীয় সরকার বিভাগ গত ৩১ আগস্ট হাটহাজারী পৌরসভা সমপ্রসারণের জন্য মেখল ও জোবরাসহ পূর্বের হাটহাজারী সদর ইউনিয়নের দেওয়াননগর, মধ্য পাহাড়তলী মৌজাকে অন্তর্ভুক্ত করার অভিপ্রায় ব্যক্ত করে প্রজ্ঞাপন জারি করে।
তবে জোবরা গ্রামকে পৌরসভায় অন্তর্ভুক্তির ব্যাপারে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম এর কাছে জানতে চাইলে তিনি বলেন এ সংক্রান্ত কোন প্রজ্ঞাপন জারীর ব্যাপারে তার জানা নেই বলে জানান।