জোন-৩ এর বাছাই পর্ব উদ্বোধন

জাতীয় দাবা বি চ্যাম্পিয়নশিপ

| শুক্রবার , ৩ ডিসেম্বর, ২০২১ at ৬:৩৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ৪৬তম জাতীয় দাবা বি চ্যাম্পিয়নশিপ (জোন-৩ এর বাছাই পর্ব) গতকাল ২ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় শুরু হয়েছে। এ চ্যাম্পিয়নশিপে ৮টি জেলার ২৫ জন দাবাড়ু অংশগ্রহণ করছেন। চ্যাম্পিয়নশিপের শীর্ষ ৩ জন খেলোয়াড় ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় দাবা বি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। আজ সকাল ১০ টায় ২য় রাউন্ড এবং বিকাল ৪টায় ৩য় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।
এর আগে সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে এ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। সিজেকেএস দাবা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক রকিবুল ইসলাম সাচ্চুর সভাপতিত্বে ও সদস্য প্রকৌশলী এস এম তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সিজেকেএস যুগ্ম-সম্পাদক মো. আমিনুল ইসলাম, সিজেকেএস এর সাবেক নির্বাহী সদস্য তানভীর আহমেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সিজেকেএস দাবা কমিটির যুগ্ম সম্পাদক রেজাউর রহমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকানাডাতেই কেটেছে সুবর্ণা মুস্তাফার জন্মদিন
পরবর্তী নিবন্ধফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাবের সভা