চট্টগ্রাম–৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী পারিবারিক কবরস্থান এবং নগরী ও সীতাকুণ্ডের বিভিন্ন মাজার জেয়ারতের মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে ফৌজদারহাট জলিলস্থ স্টেশন ফকিরা জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর পারিবারিক কবরস্থানে পূর্বপুরুষদের কবর জেয়ারত করেন তিনি। এ সময় এলাকাবাসীও তার সাথে জেয়ারত এবং মোনাজাতে অংশ নেন। পরে সকাল ৮টায় চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী ওয়ার্ডের কর্নেলহাট এলাকায় অবস্থিত হযরত মাঈনুদ্দিন শাহ (র.) এর মাজার জেয়ারত করেন। মাজার জেয়ারতের পাশাপাশি তিনি স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে কিছু লিফলেট বিতরণ করেন। এদিন সকাল ৯টার দিকে সলিমপুর ওভারব্রিজ এলাকায় অবস্থিত হযরত কালু শাহ (র.) এর মাজারে আসেন। সেখানে জেয়ারত ও মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এরপর আসলাম চৌধুরী যান ফৌজদারহাট এলাকায় অবস্থিত হযরত শফিউর রহমান হাশেমী (র. ) এবং মুস্তাকিম হাশেমী (র.) এর মাজারে। এ সময় মাজার জেয়ারত শেষে তিনি স্থানীয় এলাকাবাসীর সাথেও কুশল বিনিময় করেন। এরপর যান ভাটিয়ারীর মাদামবিবির হাটে অবস্থিত শাহজানিয়া শাহ (র.) এর মাজার জেয়ারতে। তারপর তিনি জেয়ারত করেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত বার আউলিয়া মাজার। জেয়ারত শেষ করেই যান কুমিরার ডাল চাল মিয়ার মাজারে। সেখান থেকে যান বাঁশবাড়িয়ায় অবস্থিতি ওয়ারিশ শাহ (র.) মাজারে। তারপর মুরাদপুরের ফকিরহাটের সাদেক মাস্তান (র.) এর মাজার এবং সর্বশেষ পৌরসভাস্থ পন্থিশাহ (র.) মাজারের মধ্য দিয়ে প্রথমদিনের প্রচারণা এবং মাজার জেয়ারত কর্মসূচি সমাপ্ত করেন।
এদিকে ধানের শীষ ও আসলাম চৌধুরীর সমর্থনে গতকাল বিকালে চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড ও পাহাড়তলী–আকবর শাহ আংশিক নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডে একযোগে গণমিছিল অনুষ্ঠিত হয়।












