জেসিআই বাংলাদেশের ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট নির্বাচিত হলেন চট্টগ্রামের শান শাহেদ

| সোমবার , ২৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:৩৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক তরুণ নেতৃত্ব ও উন্নয়ন সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের ২০২৬ সালের ন্যাশনাল গভর্নিং বোর্ড সমপ্রতি গঠিত হয়েছে। নবনির্বাচিত এ জাতীয় বোর্ডে ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের তরুণ উদ্যোক্তা ও সংগীতশিল্পী শান শাহেদ।

সমপ্রতি রাজধানীর রেডিসন ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত জেসিআই বাংলাদেশের জাতীয় সাধারণ সভায় এ নির্বাচন সম্পন্ন হয়। সভায় ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন আরেফিন রাফি আহমেদ। একইসঙ্গে ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট পদে দায়িত্ব পান শান শাহেদ। নির্বাচনের পর প্রতিক্রিয়ায় শান শাহেদ বলেন, জেসিআই বাংলাদেশের মাধ্যমে তিনি তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে কাজ করতে চান। পরিকল্পিত কার্যক্রমের মাধ্যমে তরুণদের ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শান শাহেদ দীর্ঘদিন ধরে জেসিআই এর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ২০১৪ সালে জুনিয়র চেম্বার চট্টগ্রামের সাধারণ সদস্য হিসেবে তাঁর যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে তিনি জেসিআই বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে ডিরেক্টর, ২০১৮ সালে ট্রেজারার, ২০১৯ সালে ভাইস প্রেসিডেন্ট এবং ২০২০ সালে জেনারেল লিগ্যাল কাউন্সেল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে জেনারেল সেক্রেটারি এবং ২০২২ সালে জেসিআই চট্টগ্রামের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। এরপর ২০২৩ ও ২০২৪ সালে ন্যাশনাল ও রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট এবং ২০২৫ সালে এঙিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে উন্মুক্ত মাঠ দিবসে পনের ফসলের ৪৮ জাত প্রদর্শিত
পরবর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে বড়দিন উদযাপন